Friday, January 11, 2013

ক্লান্ত কোনো বিকেলের শেষে

ক্লান্ত কোনো বিকেলের শেষে
বিষণ্ণ সন্ধ্যায়
নিজের অজান্তে কোনো ভাবনায়
যদি মনে পড়ে যায় আমায়
এসে দেখ সেই পুরোনো ঠিকানায়
আজো বসে আছি
আমি তোমার অপেক্ষায়...

No comments:

Post a Comment