আজ অনেক দিন হলো তুমি আমাকে ছেড়ে চলে গেছ।
কিন্তূ, কি অদ্ভুত।
আজো তোমাকে আমি এত ভালোবাসি।
আজো প্রতিটি রাতে বালিশে মুখ লুকিয়ে কাঁদি।
কেউ দেখেনা আমার সেই কান্না।
তোমার রেখে যাওয়া স্মৃতি গুলো আজ আমায় বড় বেশি কাঁদায়।
আজ আর কাউকে বিশ্বাস করতে পারিনা
ভিড়ের মাঝে আজো আমি একা।
No comments:
Post a Comment