Thursday, January 10, 2013

একতরফা ভালবাসা

আমি দূর থেকে ভালোবেসে যাবো,
যদি তুমি কাছে না আসো ।।
মনে মনে কথা বলে যাবো,
যদি তুমি পাশে না বসো ।।
তোমার চোখের কাজল হয়ে যাবো,
যদি চোখে চোখ না রাখো ।।
বৃষ্টি হয়ে তোমায় ছুঁয়ে যাবো,
যদি হাতে হাত না রাখো ।।
স্মৃতি হয়ে নাড়া দিয়ে যাবো,
যদি তুমি আমাই না ভাব ।।
তোমার অনেক দুরে ছলে যাবো,
যদি আমায় ভেবে কবিতা না লেখ ।।

No comments:

Post a Comment