Tuesday, January 15, 2013

মনে পড়ে সেই হারানো অক্লান্ত দিনগুলো

মনে পড়ে সেই হারানো অক্লান্ত দিনগুলো,
খুঁজে ফিরি আজও সেই
সময় যা আমার একার ছিল,
স্বপ্নগুলো আমায় দিয়ে একাকী করে গেলে,
আজ তুমি অচেনা শুধু শূণ্যতা,
ফেরারী অসীমতায় বেঁচে থাকা...

No comments:

Post a Comment