বোনের ৬ষ্ট শ্রেণীর ভর্তি পরীক্ষার ফলাফল দেখার জন্য। গাড়ি থেকে নামতেই
দেখি আমাদের মাদ্রাসার শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ আবুল বসর স্যার কে, আমার
একটু দুরে তিনি একটা লোকের সাথে কথা বলছেন। আমি আমার গাড়ি ভাড়া দিয়ে
স্যার এর দিকে তাকিয়ে দেখি তিনি রাস্তা পার হয়ে বিজিসি ট্রাস্টের গেইটে
ডুকছেন। অবশ্য, আমাকে খেয়াল করেন নি। দেখছি তিনিও স্কুলের দিকে যাচ্ছেন।
আমিও উনার পিছু পিছু গেলাম। স্কুলের বাইরের দেয়ালে ফলাফল দেওয়া হয়েছে।
১০-১৫জন মানুষের ভিড়ে উনি সামনে গিয়ে ফলাফল দেখছেন। আমি ভিড়ের মধ্যে
ডুকিনি। তিনি ফলাফল দেখে পেছনে চলে আসার সময় আমি উনার পায়ে ধরে সালাম
করলাম।
আমি বললাম স্যার কেমন আছেন??
স্যার - "ভাল"
উনি আমার গায়ে একটা হাত রাখলেন এবং মৃদু হাসছেন। প্রথমে আমাকে চিন্তে
পারেন নি। পরে ভাল ভাবে খেয়াল করার পর আমাকে চিন্তে পারল যে আমি
জামিরজুরী মাদ্রাসার ছাত্র। তখন থেকেই সারের ভাব শুরু...
বললাম - স্যার কেমন আছেন?
স্যার - "ভাল"
আমি - স্যার আমাকে চিন্তে পারছেন?
স্যার - "হ্যা, তুমি এখন কোথায় পড়?"
আমি - স্যার মহসিন কলেজে। স্যার, রেজাল্ট দেখার জন্য আসছেন স্যার?
স্যার - "হ্যা, আমার এক বন্ধুর ছেলের রেজাল্ট দেখার জন্য আসলাম।
এতটুকু। তারপর উনি ২-৩ হাত দুরে একটা মানুষের সাথে কথা বলার জো ধরে আমার
পাশ থেকে চলে গেলেন! আমার সামনে থেকে এভাবে চলে যাওয়ার সময় আমাকে একটু
বললও না যে তিনি চলে যাচ্ছেন! অনেকদিন পর সারের সাথে দেখা হলো। অনেক
আগ্রহ নিয়ে সারের সাথে কথা বলার চেষ্টা করলাম। কিন্তু স্যার, আপনি আমার
সেই আগ্রহটাকে এভাবে উড়িয়ে দিলেন?? একটা মানুষ আরেকটা মানুষের সাথে
কথোপকথন শেষে চলে যাওয়ার সময় অন্তত "আমি এখন যাই" এই কথাটা বলে। কিন্তু,
আপনি আমাকে এই কথাটা বলারও প্রয়োজন বোধ করলেন না?? কিসের এত পার্ট আপনার
কাছে?? জামিরজুরী মাদ্রাসার ছাত্র বললেই কি আপনার কাছে গরু-ছাগল মনে হয়??
কোনোদিন তো জামিরজুরী মাদ্রাসার বদনাম ছাড়া সুনাম করলেন না (অন্তত আমি
শুনি নাই). যে মাদ্রাসার আয় দিয়ে আপনি আপনার পরিবার চালান, যে মাদ্রাসার
শিক্ষক হিসেবে আপনি আপনার পরিচয় দেন সেই মাদ্রাসার ছাত্রদের দেখলে আপনার
এত পার্ট এসে যায়?? আমি তো চাইলে আপনার সাথে কথা না বলে আপনাকে এড়িয়ে
যেতে পারতেম। কিন্তু, আমি তা করিনি। তাই বলে, আমি যে কৌতূহল নিয়ে আপনার
সাথে আপনার সাথে কথা বলতে চাইলাম এটাই কি আমার দোষ??
হয়ত মাদ্রাসায় থাকা কালিন সময়ে আপনার কাছে আমি বিশেষ কেউ ছিলাম না।
কোনোদিন হয়ত আপনার উপকার করতে পারিনি। অপকারও করি। সবার মত আমিও আপনার
কাছে সাধারন একজন ছাত্র ছিলাম। কিন্তু, একজন শিক্ষক হিসেবে আপনি আমার
সাথে যে আচরণটা করলেন এতে সত্যিই আমি কষ্ট পেলাম স্যার :-(
No comments:
Post a Comment