Thursday, January 10, 2013

উদাস কেন ও মন তোমার??

উদাস কেন ও মন তোমার কথা বলোনা,
থাকছ কেন এমন একা সাথে চলোনা।
আমার চোখে তাকিয়ে আজো কেন হাসোনা, দুঃখ গুলো ভুলিয়ে কেন ভালবাসনা...


ভুল করোনা কাছে এসো, মুখ লুকিয়ে একটু হেসো,
হৃদয় তুমি আমার কথা ভাবছ জানোনা, হৃদয় তুমি আমার কথা ভাবছ জানোনা...


আমার চোখে তাকিয়ে আজো কেন হাসো না, দুঃখ গুলো ভুলিয়ে কেন ভালবাসনা...


মেঘ হয়োনা এথায় থাকো, চুলের কাছে আকাশ রাখো,
মেঘ হয়োনা এথায় থাকো, চুলের কাছে আকাশ রাখো।
দু'চোখে যে আমার ছবি আঁকছ জানো না, দু'চোখে যে আমার ছবি আঁকছ জানো না...


আমার চোখে তাকিয়ে আজো কেন হাসোনা, দুঃখ গুলো ভুলিয়ে কেন ভালবাসনা।

No comments:

Post a Comment