কেননা কখনোই তুমি ভালোবাসো নি আমাকে ।।
হয়তো সহজেই তোমার মন থেকে আমাকে সরিয়ে দিতে পারবে ।।
কিন্তু তোমার সাথে আমার সেই স্মৃতিগুলো কখনোই মুছে দিতে পারবে না ।।
হয়তো সহজেই তোমার মন থেকে আমাকে সরিয়ে দিতে পারবে ।।
কিন্তু তোমার সাথে আমার সেই স্মৃতিগুলো কখনোই মুছে দিতে পারবে না ।।
নীরবতা ভেঙ্গে বলা " কেমন আছ?", "ভালো আছি" বলে চাপা আর্তনাদ, স্বল...
ভুল করোনা কাছে এসো, মুখ লুকিয়ে একটু হেসো,
হৃদয় তুমি আমার কথা ভাবছ জানোনা, হৃদয় তুমি আমার কথা ভাবছ জানোনা...
আমার চোখে তাকিয়ে আজো কেন হাসো না, দুঃখ গুলো ভুলিয়ে কেন ভালবাসনা...
মেঘ হয়োনা এথায় থাকো, চুলের কাছে আকাশ রাখো,
মেঘ হয়োনা এথায় থাকো, চুলের কাছে আকাশ রাখো।
দু'চোখে যে আমার ছবি আঁকছ জানো না, দু'চোখে যে আমার ছবি আঁকছ জানো না...
আমার চোখে তাকিয়ে আজো কেন হাসোনা, দুঃখ গুলো ভুলিয়ে কেন ভালবাসনা।
তুমিও আমাকে চাইবে যেভাবে আমি চাইতাম ।
তুমিও আমার জন্যে কাদঁবে যেভাবে আমি কাদঁতাম ।
কিন্তু আফসোস যে দিন তুমি চাইবে আমায় সেদিন পাবে না । :'( :'( :'(
এতটুকু। তারপর উনি ২-৩ হাত দুরে একটা মানুষের সাথে কথা বলার জো ধরে আমার
পাশ থেকে চলে গেলেন! আমার সামনে থেকে এভাবে চলে যাওয়ার সময় আমাকে একটু
বললও না যে তিনি চলে যাচ্ছেন! অনেকদিন পর সারের সাথে দেখা হলো। অনেক
আগ্রহ নিয়ে সারের সাথে কথা বলার চেষ্টা করলাম। কিন্তু স্যার, আপনি আমার
সেই আগ্রহটাকে এভাবে উড়িয়ে দিলেন?? একটা মানুষ আরেকটা মানুষের সাথে
কথোপকথন শেষে চলে যাওয়ার সময় অন্তত "আমি এখন যাই" এই কথাটা বলে। কিন্তু,
আপনি আমাকে এই কথাটা বলারও প্রয়োজন বোধ করলেন না?? কিসের এত পার্ট আপনার
কাছে?? জামিরজুরী মাদ্রাসার ছাত্র বললেই কি আপনার কাছে গরু-ছাগল মনে হয়??
কোনোদিন তো জামিরজুরী মাদ্রাসার বদনাম ছাড়া সুনাম করলেন না (অন্তত আমি
শুনি নাই). যে মাদ্রাসার আয় দিয়ে আপনি আপনার পরিবার চালান, যে মাদ্রাসার
শিক্ষক হিসেবে আপনি আপনার পরিচয় দেন সেই মাদ্রাসার ছাত্রদের দেখলে আপনার
এত পার্ট এসে যায়?? আমি তো চাইলে আপনার সাথে কথা না বলে আপনাকে এড়িয়ে
যেতে পারতেম। কিন্তু, আমি তা করিনি। তাই বলে, আমি যে কৌতূহল নিয়ে আপনার
সাথে আপনার সাথে কথা বলতে চাইলাম এটাই কি আমার দোষ??
হয়ত মাদ্রাসায় থাকা কালিন সময়ে আপনার কাছে আমি বিশেষ কেউ ছিলাম না।
কোনোদিন হয়ত আপনার উপকার করতে পারিনি। অপকারও করি। সবার মত আমিও আপনার
কাছে সাধারন একজন ছাত্র ছিলাম। কিন্তু, একজন শিক্ষক হিসেবে আপনি আমার
সাথে যে আচরণটা করলেন এতে সত্যিই আমি কষ্ট পেলাম স্যার :-(
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা! আশা করি ২০১৩ টা সবার ভাল কাটবে। সুখ,
শান্তি আর আনন্দে কাটুক বছরটি। দুঃখের স্মৃতি বিজড়িত যেন না হয় কারো
জীবনে এই প্রার্থনাই আল্লাহর কাছে করি।