Thursday, January 24, 2013

তুমি হয়তো আমাকে ভুলে যেতে পারবে সহজেই

তুমি হয়তো আমাকে ভুলে যেতে পারবে সহজেই,
কেননা কখনোই তুমি ভালোবাসো নি আমাকে ।।

হয়তো সহজেই তোমার মন থেকে আমাকে সরিয়ে দিতে পারবে ।।

কিন্তু তোমার সাথে আমার সেই স্মৃতিগুলো কখনোই মুছে দিতে পারবে না ।।

Thursday, January 17, 2013

তোমার কাছে থেকে আমি হাসতে শিখেছি

তোমার কাছে থেকে আমি হাসতে শিখেছি, তোমার কাছে থেকে আমি কাঁদতে শিখেছি
কিন্তু এটা আমার ব্যার্থতা যে তোমার মত আমি চিরবিদায় বলতে শিখিনি...

Tuesday, January 15, 2013

ভাবনার উঠোন জুড়ে তোমারী লুকোচুরি

ভাবনার উঠোন জুড়ে তোমারী লুকোচুরি
মনেরী তেপান্তরে তুমি যে উড়াও ঘুড়ি
ও হৃদয় আকাশের পরী
কেন দূরে দূরে থাক
তুমি কাছে এসোনা একটু ছুঁয়ে দেখি।

মনে পড়ে সেই হারানো অক্লান্ত দিনগুলো

মনে পড়ে সেই হারানো অক্লান্ত দিনগুলো,
খুঁজে ফিরি আজও সেই
সময় যা আমার একার ছিল,
স্বপ্নগুলো আমায় দিয়ে একাকী করে গেলে,
আজ তুমি অচেনা শুধু শূণ্যতা,
ফেরারী অসীমতায় বেঁচে থাকা...

সেদিন তুমি আমি

একদিন দেখা হবে জীবনের পথে,
হঠাৎ করেই থমকে যাবে পথচলা,
অপলক চাহনি রবে শান্ত সুস্থির,
কোন অভিমান নেই শুধু চেয়ে থাকা।
সময় পিছিয়ে যাবে এক নিমিষেই,
অস্পষ্ট স্মৃতিতে কিছু একান্ত সময়,
মোচড় দিয়ে উঠবে একটা ক্ষীণ কষ্ট,
কিছু অপূর্ণ চাওয়া,
কিছু হাহাকার।

নীরবতা ভেঙ্গে বলা " কেমন আছ?", "ভালো আছি" বলে চাপা আর্তনাদ, স্বল...

ভিড়ের মাঝে আজো আমি একা...

আজ অনেক দিন হলো তুমি আমাকে ছেড়ে চলে গেছ।
কিন্তূ, কি অদ্ভুত।
আজো তোমাকে আমি এত ভালোবাসি।
আজো প্রতিটি রাতে বালিশে মুখ লুকিয়ে কাঁদি।
কেউ দেখেনা আমার সেই কান্না।
তোমার রেখে যাওয়া স্মৃতি গুলো আজ আমায় বড় বেশি কাঁদায়।
আজ আর কাউকে বিশ্বাস করতে পারিনা
ভিড়ের মাঝে আজো আমি একা।

Monday, January 14, 2013

তুমি না বৃষ্টি ভালবাসতে??

তুমি না বৃষ্টি ভালবাসতে??
আজ আমার চোখে অনেক জল,
যা দিয়ে তোমায় বৃষ্টির
মত ভিজিয়ে দেওয়া যাবে।
আমি চাইনা, তবুও তোমাকে একদিন ভিজতে হবে এই নোনা বৃষ্টি তে~~

এই মন আমার শুধু কেঁদে কেঁদে হায়

এই মন আমার শুধু কেঁদে কেঁদে হায়,
কোনো একা আকাশের তারা হয়ে রয়...
অনেক জ্বলেছি আমি একা অতীত ভুলে যায়,
তবু কেন তোমার কথা মনে পড়ে যায়?

Sunday, January 13, 2013

কতদিন কেটে গেল তোমায় না দেখে..

কতদিন কেটে গেল তোমায় না দেখে...
কত রাত পার হলো তোমায় পাশে না পেয়ে...
মাঝে মাঝে মনে হয় জদি দেখাতে পারতাম,
কত ভালবাসি তোমাকে...

Friday, January 11, 2013

সত্যি তুমি কি আসবে???

সন্ধ্যা নামে, পাখিরা নীড়ে ফিরে
থেমে যায় জীবনের কলরব।
আঁধার চাদরে ঝরায় আমার স্বপ্নরা।
সত্যি তুমি কি আসবে???

ক্লান্ত কোনো বিকেলের শেষে

ক্লান্ত কোনো বিকেলের শেষে
বিষণ্ণ সন্ধ্যায়
নিজের অজান্তে কোনো ভাবনায়
যদি মনে পড়ে যায় আমায়
এসে দেখ সেই পুরোনো ঠিকানায়
আজো বসে আছি
আমি তোমার অপেক্ষায়...

Thursday, January 10, 2013

একতরফা ভালবাসা

আমি দূর থেকে ভালোবেসে যাবো,
যদি তুমি কাছে না আসো ।।
মনে মনে কথা বলে যাবো,
যদি তুমি পাশে না বসো ।।
তোমার চোখের কাজল হয়ে যাবো,
যদি চোখে চোখ না রাখো ।।
বৃষ্টি হয়ে তোমায় ছুঁয়ে যাবো,
যদি হাতে হাত না রাখো ।।
স্মৃতি হয়ে নাড়া দিয়ে যাবো,
যদি তুমি আমাই না ভাব ।।
তোমার অনেক দুরে ছলে যাবো,
যদি আমায় ভেবে কবিতা না লেখ ।।

উদাস কেন ও মন তোমার??

উদাস কেন ও মন তোমার কথা বলোনা,
থাকছ কেন এমন একা সাথে চলোনা।
আমার চোখে তাকিয়ে আজো কেন হাসোনা, দুঃখ গুলো ভুলিয়ে কেন ভালবাসনা...


ভুল করোনা কাছে এসো, মুখ লুকিয়ে একটু হেসো,
হৃদয় তুমি আমার কথা ভাবছ জানোনা, হৃদয় তুমি আমার কথা ভাবছ জানোনা...


আমার চোখে তাকিয়ে আজো কেন হাসো না, দুঃখ গুলো ভুলিয়ে কেন ভালবাসনা...


মেঘ হয়োনা এথায় থাকো, চুলের কাছে আকাশ রাখো,
মেঘ হয়োনা এথায় থাকো, চুলের কাছে আকাশ রাখো।
দু'চোখে যে আমার ছবি আঁকছ জানো না, দু'চোখে যে আমার ছবি আঁকছ জানো না...


আমার চোখে তাকিয়ে আজো কেন হাসোনা, দুঃখ গুলো ভুলিয়ে কেন ভালবাসনা।

Wednesday, January 9, 2013

যদি কোন দিন হারিয়ে যাই...

যদি কোন দিন হারিয়ে যাই...
খুজবে কি তুমি আমায়??
যদি খুব বেশি মনে পরে আমায়...
বৃষ্টিতে একটু ভিজে নিও...
আমি ছুয়ে যাবো তোমায়...

Tuesday, January 8, 2013

তুমিও আমাকে এক দিন ভালবাসবে

তুমিও আমাকে এক দিন ভালবাসবে যেভাবে তোমাকে আমি ভালবাসতাম ।

তুমিও আমাকে চাইবে যেভাবে আমি চাইতাম ।

তুমিও আমার জন্যে কাদঁবে যেভাবে আমি কাদঁতাম ।

কিন্তু আফসোস যে দিন তুমি চাইবে আমায় সেদিন পাবে না । :'( :'( :'(

আমার কিছু কষ্ট কি তুই নিবি??

আমার কিছু কষ্ট কি তুই নিবি??
তোর কিছু সুখ চুপিসারে
আমায় কি দিবি??
আমার জন্য ভেবে কি তুই একটু উদাস হবি??
চোখের ভেতর দিবি কি এঁকে অনুরাগের ছবি??

কষ্ট ছাড়া কেউ অশ্রু ঝরাতে পারে না

কষ্ট ছাড়া কেউ অশ্রু ঝরাতে পারে না,,,
ভালবাসা ছাড়া কোন সম্পর্ক হয় না.…
কাউকে কাঁদিয়ে জীবনের স্বপ্ন সাজানো যায় না,,,
আর বিশ্বাস ছাড়া সম্পর্ক টিকিয়ে রাখা যায় না..…!!

Sunday, January 6, 2013

অন্ধকার ঘরে, কাগজের টুকরো ছিঁড়ে

অন্ধকার ঘরে, কাগজের টুকরো ছিঁড়ে
কেটে যায় আমার সময়
তুমি গেছো চলে
যাওনি বিস্মৃতির অতলে
যেমন শুকনো ফুল বইয়ের মাঝে রয়ে যায়
রেখেছিলাম তোমায় আমার হৃদয় গভীরে
তবু চলে গেলে এই সাজানো বাগান ছেড়ে
আমি রয়েছি তোমার অপেক্ষায়…

Friday, January 4, 2013

মাঝে মাঝে তোমাকে বুঝিনা কেন...??

মাঝে মাঝে তোমাকে বুঝিনা কেন...??
তোমায় ঘিরে যে কত বেদনা.....
এসো না তুমি আঁধার ভুলে আলোতে.....
জড়িয়ে নিবো মায়ার চাদরে.....

Tuesday, January 1, 2013

জামিরজুরী সুন্নীয়া ফাজিল মাদ্রাসা, চন্দনাইশ, চট্টগ্রাম।

গত পরশু দুপুর ২.৩০টার দিকে বিজিসি ট্রাস্ট'এ গিয়েছিলাম, আমার চাচাত
বোনের ৬ষ্ট শ্রেণীর ভর্তি পরীক্ষার ফলাফল দেখার জন্য। গাড়ি থেকে নামতেই
দেখি আমাদের মাদ্রাসার শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ আবুল বসর স্যার কে, আমার
একটু দুরে তিনি একটা লোকের সাথে কথা বলছেন। আমি আমার গাড়ি ভাড়া দিয়ে
স্যার এর দিকে তাকিয়ে দেখি তিনি রাস্তা পার হয়ে বিজিসি ট্রাস্টের গেইটে
ডুকছেন। অবশ্য, আমাকে খেয়াল করেন নি। দেখছি তিনিও স্কুলের দিকে যাচ্ছেন।
আমিও উনার পিছু পিছু গেলাম। স্কুলের বাইরের দেয়ালে ফলাফল দেওয়া হয়েছে।
১০-১৫জন মানুষের ভিড়ে উনি সামনে গিয়ে ফলাফল দেখছেন। আমি ভিড়ের মধ্যে
ডুকিনি। তিনি ফলাফল দেখে পেছনে চলে আসার সময় আমি উনার পায়ে ধরে সালাম
করলাম।
আমি বললাম স্যার কেমন আছেন??
স্যার - "ভাল"
উনি আমার গায়ে একটা হাত রাখলেন এবং মৃদু হাসছেন। প্রথমে আমাকে চিন্তে
পারেন নি। পরে ভাল ভাবে খেয়াল করার পর আমাকে চিন্তে পারল যে আমি
জামিরজুরী মাদ্রাসার ছাত্র। তখন থেকেই সারের ভাব শুরু...
বললাম - স্যার কেমন আছেন?
স্যার - "ভাল"
আমি - স্যার আমাকে চিন্তে পারছেন?
স্যার - "হ্যা, তুমি এখন কোথায় পড়?"
আমি - স্যার মহসিন কলেজে। স্যার, রেজাল্ট দেখার জন্য আসছেন স্যার?
স্যার - "হ্যা, আমার এক বন্ধুর ছেলের রেজাল্ট দেখার জন্য আসলাম।

এতটুকু। তারপর উনি ২-৩ হাত দুরে একটা মানুষের সাথে কথা বলার জো ধরে আমার
পাশ থেকে চলে গেলেন! আমার সামনে থেকে এভাবে চলে যাওয়ার সময় আমাকে একটু
বললও না যে তিনি চলে যাচ্ছেন! অনেকদিন পর সারের সাথে দেখা হলো। অনেক
আগ্রহ নিয়ে সারের সাথে কথা বলার চেষ্টা করলাম। কিন্তু স্যার, আপনি আমার
সেই আগ্রহটাকে এভাবে উড়িয়ে দিলেন?? একটা মানুষ আরেকটা মানুষের সাথে
কথোপকথন শেষে চলে যাওয়ার সময় অন্তত "আমি এখন যাই" এই কথাটা বলে। কিন্তু,
আপনি আমাকে এই কথাটা বলারও প্রয়োজন বোধ করলেন না?? কিসের এত পার্ট আপনার
কাছে?? জামিরজুরী মাদ্রাসার ছাত্র বললেই কি আপনার কাছে গরু-ছাগল মনে হয়??
কোনোদিন তো জামিরজুরী মাদ্রাসার বদনাম ছাড়া সুনাম করলেন না (অন্তত আমি
শুনি নাই). যে মাদ্রাসার আয় দিয়ে আপনি আপনার পরিবার চালান, যে মাদ্রাসার
শিক্ষক হিসেবে আপনি আপনার পরিচয় দেন সেই মাদ্রাসার ছাত্রদের দেখলে আপনার
এত পার্ট এসে যায়?? আমি তো চাইলে আপনার সাথে কথা না বলে আপনাকে এড়িয়ে
যেতে পারতেম। কিন্তু, আমি তা করিনি। তাই বলে, আমি যে কৌতূহল নিয়ে আপনার
সাথে আপনার সাথে কথা বলতে চাইলাম এটাই কি আমার দোষ??

হয়ত মাদ্রাসায় থাকা কালিন সময়ে আপনার কাছে আমি বিশেষ কেউ ছিলাম না।
কোনোদিন হয়ত আপনার উপকার করতে পারিনি। অপকারও করি। সবার মত আমিও আপনার
কাছে সাধারন একজন ছাত্র ছিলাম। কিন্তু, একজন শিক্ষক হিসেবে আপনি আমার
সাথে যে আচরণটা করলেন এতে সত্যিই আমি কষ্ট পেলাম স্যার :-(

আজ ২০১২ এর শেষ দিন। ২০১২টা আমার জীবনের উল্লেখযোগ্য একটা বছর। আমি যতদিন
বেছে থাকব ততদিন ২০১২টা একটা বিশেষ বছর হিসেবে আমার জীবনে স্বরণীয় হয়ে
থাকবে। স্বরণ রাখার মত অনেক কিছুই হয়েছে এই বছরটিতে।

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা! আশা করি ২০১৩ টা সবার ভাল কাটবে। সুখ,
শান্তি আর আনন্দে কাটুক বছরটি। দুঃখের স্মৃতি বিজড়িত যেন না হয় কারো
জীবনে এই প্রার্থনাই আল্লাহর কাছে করি।