এ কী! মুহূর্তের মধ্যেই এক দমকা হাওয়া এসে শুরু হয়ে গেল অঝর শিলা বৃষ্টি..
হঠাৎ চলে গেল বিদ্যুৎ, বিজলির আওয়াজে বুক ধর ধর করে কেঁপে উঠছে।
পৃথিবীটা হয়ে গেল শীতল ঠাণ্ডা...
Saturday, March 23, 2013
Thursday, March 21, 2013
অবাক হই, যখন জানতে পারি যে,
অবাক হই, যখন জানতে পারি যে, কেউ একজন আমার কথা মনে করে ঘুমাতে যায়।
কিন্তু আরো বেশি অবাক হই,
যখন উপলব্ধি করি যে,
আমি তার কথা ভেবেই সারা রাত ঘুমাতে পারি না....
কিন্তু আরো বেশি অবাক হই,
যখন উপলব্ধি করি যে,
আমি তার কথা ভেবেই সারা রাত ঘুমাতে পারি না....
যদি চলে যেতে চাও তাহলে পথ আগলে দাড়াব না।
যদি চলে যেতে চাও তাহলে পথ আগলে দাড়াব না।
বাধার দেয়াল ভেঙ্গে দিবো মুক্ত গগনে উড়ে যেতে
অবহেলা গুলো কবিতার ছন্দ হিসেবে ভেবে নিব
ভাসিয়ে দিব লেখা কোন ইতিহাসে,
গধুলী স্পর্শ মাখা কোন এক নদীর জলে।
বাধার দেয়াল ভেঙ্গে দিবো মুক্ত গগনে উড়ে যেতে
অবহেলা গুলো কবিতার ছন্দ হিসেবে ভেবে নিব
ভাসিয়ে দিব লেখা কোন ইতিহাসে,
গধুলী স্পর্শ মাখা কোন এক নদীর জলে।
যার অনুভূতি যত বেশি..
যার অনুভূতি যত বেশি,
তার অভিমান তত বেশি।
যার অভিমান যত বেশি,
তাঁর হৃদয় তত সুন্দর।
যার হৃদয় যত সুন্দর,
তাঁর কষ্ট তত বেশি । :(
তার অভিমান তত বেশি।
যার অভিমান যত বেশি,
তাঁর হৃদয় তত সুন্দর।
যার হৃদয় যত সুন্দর,
তাঁর কষ্ট তত বেশি । :(
আজ তুমি কাউকে ধোঁকা দিয়ে তাকে কাঁদাচ্ছো...
আজ তুমি কাউকে ধোঁকা দিয়ে তাকে কাঁদাচ্ছো , তার কষ্টটা তুমি বুঝতে পারছনা ।
একদিন হয়ত সে কারো বুকে মাথা রেখে সুখের হাসি হাসবে কিন্তু তুমি সেই দিন
কারো জন্য চোখের জলে বুক ভাসাবে ।
একদিন হয়ত সে কারো বুকে মাথা রেখে সুখের হাসি হাসবে কিন্তু তুমি সেই দিন
কারো জন্য চোখের জলে বুক ভাসাবে ।
Wednesday, March 20, 2013
পৃথিবীতে ভালবাসার একটি মাত্র উপায় আছে.........
পৃথিবীতে ভালবাসার একটি মাত্র উপায়
আছে.........
সে হল প্রতিদানের
আশা না করে ভালবেসে যাওয়া...
-ডেল কার্নেগী
আছে.........
সে হল প্রতিদানের
আশা না করে ভালবেসে যাওয়া...
-ডেল কার্নেগী
মিথ্যা ভালবাসার অভিনয়
কাউকে কাছে পেয়ে হারানোর কষ্ট কতটুকু তা শুধু সেই মানুষগুলোই জানে,
যার জীবন থেকে এমন কেউ হারিয়ে গেছে ।
আমি সেই কষ্টটাকে খুব কাছেথেকে দেখেছি ।
কিন্তু তুমি কি জানো আমি সেই কষ্ট কে ভুলে যাই,
হ্যাঁ আমি তোমার চলে যাওয়ার কষ্টটাকে ভুলে যাই যখন আমার মনে পড়ে যায়
তোমার মিথ্যা ভালবাসার অভিনয়ের কথাগুলো…।
যার জীবন থেকে এমন কেউ হারিয়ে গেছে ।
আমি সেই কষ্টটাকে খুব কাছেথেকে দেখেছি ।
কিন্তু তুমি কি জানো আমি সেই কষ্ট কে ভুলে যাই,
হ্যাঁ আমি তোমার চলে যাওয়ার কষ্টটাকে ভুলে যাই যখন আমার মনে পড়ে যায়
তোমার মিথ্যা ভালবাসার অভিনয়ের কথাগুলো…।
তোমার জন্য সব কষ্টের সৃষ্টি তবুও...
তোমার জন্য সব কষ্টের সৃষ্টি তবুও তোমাকে ভালবাসতে ভাললাগে,
নিজের অচেনা স্বপ্নগুলো তোমার জন্যই অপুর্ণ
তবুও তোমাকে নিয়ে ভাবতে ভাললাগে,
আজ সব কষ্টগুলো আমার, তবুও অনেক সুখে থেকো তুমি
তোমারি আপন ভুবনে…..…
নিজের অচেনা স্বপ্নগুলো তোমার জন্যই অপুর্ণ
তবুও তোমাকে নিয়ে ভাবতে ভাললাগে,
আজ সব কষ্টগুলো আমার, তবুও অনেক সুখে থেকো তুমি
তোমারি আপন ভুবনে…..…
আবার ফুল ফুটবে বাগানে...
আবার ফুল ফুটবে বাগানে,
ভ্রমর তো ছুটে আসবে ফুলের ঘ্রাণে।
আমাকে তখনি পরবে মনে,
স্মৃতি গুলো পরবে মনে প্রতিটি ক্ষণে। চোখেতে জল আসতেও পারে…
তবুও কাঁদতে হবে তোকে নিরবে নির্জনে.…♥♥
ভ্রমর তো ছুটে আসবে ফুলের ঘ্রাণে।
আমাকে তখনি পরবে মনে,
স্মৃতি গুলো পরবে মনে প্রতিটি ক্ষণে। চোখেতে জল আসতেও পারে…
তবুও কাঁদতে হবে তোকে নিরবে নির্জনে.…♥♥
পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব হলো...
পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার পাশে থাকি -
কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালবাসি !!♥
কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালবাসি !!♥
Tuesday, March 19, 2013
এখনো কি আকাশ দেখ?
এখনো কি আকাশ দেখ?
নাকি সময় পাও না!
এখনো কি বৃষ্টিতে ভেজো?
নাকি ইচ্ছে করেনা!
এখনো কি আমায় ভাব?
নাকি মনেই পড়েনা!
নাকি সময় পাও না!
এখনো কি বৃষ্টিতে ভেজো?
নাকি ইচ্ছে করেনা!
এখনো কি আমায় ভাব?
নাকি মনেই পড়েনা!
ভালোবাসা এবং মৃত্যু দুটোই আমন্ত্রন বিহীন অতিথি ...
ভালোবাসা এবং মৃত্যু
দুটোই আমন্ত্রন বিহীন অতিথি ...
তারা কখন আসে সেটা কেউ জানেনা ...
কিন্তু,,
দু'জনেই একই কাজ করে ...
একজন হৃদয় নিয়ে নেয় ...
আর,,
অন্যজন হৃদয়ের স্পন্দন নিয়ে নেয় .....
দুটোই আমন্ত্রন বিহীন অতিথি ...
তারা কখন আসে সেটা কেউ জানেনা ...
কিন্তু,,
দু'জনেই একই কাজ করে ...
একজন হৃদয় নিয়ে নেয় ...
আর,,
অন্যজন হৃদয়ের স্পন্দন নিয়ে নেয় .....
Monday, March 18, 2013
তুমি হয়তো জানো না, আমার জীবনটা এখন ভেজা কাগজ এর মত...
তুমি হয়তো জানো না, আমার জীবনটা এখন ভেজা কাগজ এর মত।
এটাতে কেউ লিখতে ও আসে না, কেউ আগুন ও ধরায় না
এটাতে কেউ লিখতে ও আসে না, কেউ আগুন ও ধরায় না
আজ আমি একা বড় একা...
আজ আমি একা বড় একা...
তুমি কি জানো এখনো আমি রাত জাগি...?
তবে তোমায় নিয়ে স্বপ্ন দেখে নয়...
আমি রাত জাগি তোমার স্মৃতির জোছনায়...
ভেবেছি চলে যাবো দূর অজানায়...
কেনো জানি এই পৃথিবীর মানুষ
গুলো ছাড়ে না আমায়...
তবুও জেনে রেখো আমি এখনো পথ চেয়ে থাকি "তোমার
স্বপ্নের অপেক্ষায়"
তুমি কি জানো এখনো আমি রাত জাগি...?
তবে তোমায় নিয়ে স্বপ্ন দেখে নয়...
আমি রাত জাগি তোমার স্মৃতির জোছনায়...
ভেবেছি চলে যাবো দূর অজানায়...
কেনো জানি এই পৃথিবীর মানুষ
গুলো ছাড়ে না আমায়...
তবুও জেনে রেখো আমি এখনো পথ চেয়ে থাকি "তোমার
স্বপ্নের অপেক্ষায়"
বড় একা...
বড় একা আমি
নিজের ছায়ারমত
শুন্যতার মত
দীর্ঘশ্বাসের মত
নিঃসঙ্গ বৃক্ষের মত
নির্জন নদীর মত
বিচ্ছিন্ন দ্বীপের মত
মৌন পাহাড়ের মত
আজীবন সাজাপ্রাপ্ত, দণ্ডপ্রাপ্ত আসামীর মত
বড় একা আমি
বড় একা...
নিজের ছায়ারমত
শুন্যতার মত
দীর্ঘশ্বাসের মত
নিঃসঙ্গ বৃক্ষের মত
নির্জন নদীর মত
বিচ্ছিন্ন দ্বীপের মত
মৌন পাহাড়ের মত
আজীবন সাজাপ্রাপ্ত, দণ্ডপ্রাপ্ত আসামীর মত
বড় একা আমি
বড় একা...
Saturday, March 16, 2013
নীরব
যদি কোনো মানুষ সবসময় নীরব থাকে
এর মানে এটা না যে সে মজা করতে পারেনা এর মানে এটা যে জীবন তাকে এমন কিছু
শিখিয়েছে যা তাকে নীরব বানিয়েছে....:'( :'(
এর মানে এটা না যে সে মজা করতে পারেনা এর মানে এটা যে জীবন তাকে এমন কিছু
শিখিয়েছে যা তাকে নীরব বানিয়েছে....:'( :'(
চলতে গিয়ে অর্ধেক পথে ছেড়ে দেবে কি এ হাত??
চলতে গিয়ে অর্ধেক পথে ছেড়ে দেবে কি এ হাত??
ভুলে আমায় যাবে কি হয় যদি কালো রাত??
ভুলে আমায় যাবে কি হয় যদি কালো রাত??
একা একা ফিরে আসাটা অনেক কষ্টের।
একা হাঁটা কষ্টের নয়...
কিন্তু যখন হেঁটেছিলাম দুজনে একসাথে মাইলের পর মাইল,
সেখান থেকে একা একা ফিরে আসাটাই অনেক কষ্টের।
কিন্তু যখন হেঁটেছিলাম দুজনে একসাথে মাইলের পর মাইল,
সেখান থেকে একা একা ফিরে আসাটাই অনেক কষ্টের।
শিশু পার্ক এখন আর শিশুর বিনোদনের স্থান না, যেন ডেটিং এর আসর!
গতকাল বিকেলের দিকে গেলাম চট্টগ্রামের বহুল পরিচিত এক জাদুঘরে। সাথে এক
ফ্রেন্ড এবং এক বড় ভাই ছিলো। পাশে লাগানো শিশু পার্ক। জাদুঘর এরিয়াতে
ঢুকেই যা মনে হলো, এটা জাদুঘর না, যেন প্রেমিক-প্রেমিকার জোড়া পৃথিবীতে
ঢুকে পড়লাম! ৪-৫ হাত পর পর একেকটা জোড়া। ভাগ্যিস একা যায়নি, না হয় তাদের
জোড়া পৃথিবীতে আমি একজন সিঙ্গেল ঢুকে পড়ার লজ্জায় আবার বেক করতে হতো!
বাইরের দৃশ্য তো অনেক দেখলাম। তারপর ঢুকে পড়লাম জাদুঘরে। জাদু ঘরের সব
কিছু দেখতে দেখতেই সন্ধ্যা ঘনিয়ে এলো।
বের হয়ে দেখি আগের চেয়ে ভীড় একটু কম। পাশের একটা কোম্পানিতে বড় ভাইটি জব
করেন। তিনি আমাদের এখানে রেখে তার কর্মস্থল থেকে একটু ঘুরে আসতে গেলেন।
আমরা বাইরে এসে বসলাম। খোলা আকাশের নিচে ঠান্ডা আবহাওয়া। পাশের শিশু
পার্কের হালকা আলোয় আলোকিত চারপাশ। পার্কটি নামে শিশুর হলেও শিশুর
আনাগোনা কম। ২০-২৫ বছরের যুবক ও ১৫-২০ বছরের যুবতীই বেশি চোখে পড়ছিল।
মানুষ শিশু নিয়ে যাবেই বা কীভাবে, শিশু নিয়ে যাওয়ার পরিবেশ কি সেখানে
রেখেছে ওরা?? পুরো পার্কটাকে তো ডেটিং এর আসর বানিয়ে ফেলেছে।
জাদুঘর এরিয়াতে ঢুকেই খুঁটিনাটি অনেক কিছুই দেখলাম। তবে সেগুলো নিয়ে তেমন
ভাবিনি। কিন্তু, বসার পর পার্কের যে পাশ্বটা আমরা দেখতে পাচ্ছি সেই
পাশ্বের একদম শেষ প্রান্তে কয়েক জোড়া যুবক-যুবতীকে দেখা যাচ্ছে। তাদের
পেছনে অনেক দূরে লাইট জ্বলছে। পেছন দিকে দূরে লাইট থাকায় সামনের দিক থেকে
তাদের চেহারা বোঝা না গেলেও শরীরের আকৃতিটা বোঝা যাচ্ছে।
একটু পর হঠাৎ দেখি যে তাদের দুটি মাথা এক হয়ে গেল! তাহলে কাহিনী কী?
আরেকজন গেল কই?? সেই কাহিনী খুঁজতে খুঁজতে যে দৃশ্য দেখলাম সেই দৃশ্যের
বর্ণনা দিয়ে আপনাদের লজ্জায় ফেলতে চাইছিনা।
শুধু এটুকু বলি, ওরা মানুষ না, ওরা হলো পশু-পাখি। পাবলিক প্লেসে একমাত্র
পশু-পাখীরাই এগুলো পারে।
ফ্রেন্ড এবং এক বড় ভাই ছিলো। পাশে লাগানো শিশু পার্ক। জাদুঘর এরিয়াতে
ঢুকেই যা মনে হলো, এটা জাদুঘর না, যেন প্রেমিক-প্রেমিকার জোড়া পৃথিবীতে
ঢুকে পড়লাম! ৪-৫ হাত পর পর একেকটা জোড়া। ভাগ্যিস একা যায়নি, না হয় তাদের
জোড়া পৃথিবীতে আমি একজন সিঙ্গেল ঢুকে পড়ার লজ্জায় আবার বেক করতে হতো!
বাইরের দৃশ্য তো অনেক দেখলাম। তারপর ঢুকে পড়লাম জাদুঘরে। জাদু ঘরের সব
কিছু দেখতে দেখতেই সন্ধ্যা ঘনিয়ে এলো।
বের হয়ে দেখি আগের চেয়ে ভীড় একটু কম। পাশের একটা কোম্পানিতে বড় ভাইটি জব
করেন। তিনি আমাদের এখানে রেখে তার কর্মস্থল থেকে একটু ঘুরে আসতে গেলেন।
আমরা বাইরে এসে বসলাম। খোলা আকাশের নিচে ঠান্ডা আবহাওয়া। পাশের শিশু
পার্কের হালকা আলোয় আলোকিত চারপাশ। পার্কটি নামে শিশুর হলেও শিশুর
আনাগোনা কম। ২০-২৫ বছরের যুবক ও ১৫-২০ বছরের যুবতীই বেশি চোখে পড়ছিল।
মানুষ শিশু নিয়ে যাবেই বা কীভাবে, শিশু নিয়ে যাওয়ার পরিবেশ কি সেখানে
রেখেছে ওরা?? পুরো পার্কটাকে তো ডেটিং এর আসর বানিয়ে ফেলেছে।
জাদুঘর এরিয়াতে ঢুকেই খুঁটিনাটি অনেক কিছুই দেখলাম। তবে সেগুলো নিয়ে তেমন
ভাবিনি। কিন্তু, বসার পর পার্কের যে পাশ্বটা আমরা দেখতে পাচ্ছি সেই
পাশ্বের একদম শেষ প্রান্তে কয়েক জোড়া যুবক-যুবতীকে দেখা যাচ্ছে। তাদের
পেছনে অনেক দূরে লাইট জ্বলছে। পেছন দিকে দূরে লাইট থাকায় সামনের দিক থেকে
তাদের চেহারা বোঝা না গেলেও শরীরের আকৃতিটা বোঝা যাচ্ছে।
একটু পর হঠাৎ দেখি যে তাদের দুটি মাথা এক হয়ে গেল! তাহলে কাহিনী কী?
আরেকজন গেল কই?? সেই কাহিনী খুঁজতে খুঁজতে যে দৃশ্য দেখলাম সেই দৃশ্যের
বর্ণনা দিয়ে আপনাদের লজ্জায় ফেলতে চাইছিনা।
শুধু এটুকু বলি, ওরা মানুষ না, ওরা হলো পশু-পাখি। পাবলিক প্লেসে একমাত্র
পশু-পাখীরাই এগুলো পারে।
Thursday, March 14, 2013
আজ মহাবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এর জন্মদিন।
শুভ জন্মদিন আইনস্টাইন।
আজ মহাবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এর জন্মদিন। ১৮৭৯ সালের এই দিনে তিঁনি
জার্মানিতে জন্ম গ্রহণ করেন।
পদার্থ বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য তিঁনি ১৯২১ সালে নোবেল পুরুষ্কার
লাভ করেন। এই আধুনিক বিশ্ব গড়ার ক্ষেত্রে তাঁর অবদান অপ্রতুল। তাঁর আলোর
পথ ধরেই আধুনিক বিশ্ব আজ অগ্রগতির পথে।
১৯৫৫ সালের ১৮ এপ্রিল তিঁনি পরলোকগমন করেন।
আজ মহাবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এর জন্মদিন। ১৮৭৯ সালের এই দিনে তিঁনি
জার্মানিতে জন্ম গ্রহণ করেন।
পদার্থ বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য তিঁনি ১৯২১ সালে নোবেল পুরুষ্কার
লাভ করেন। এই আধুনিক বিশ্ব গড়ার ক্ষেত্রে তাঁর অবদান অপ্রতুল। তাঁর আলোর
পথ ধরেই আধুনিক বিশ্ব আজ অগ্রগতির পথে।
১৯৫৫ সালের ১৮ এপ্রিল তিঁনি পরলোকগমন করেন।
Wednesday, March 13, 2013
আমাকে ছেড়ে কি তুমি অনেক সুখে আছো??
আজ কেন জানি তোমার কথা ভীষণ মনে পড়ছে,
তোমার সাথে কাটানো সেই স্মৃতিগুলো আমার দুচোখ ভিজিয়ে দিচ্ছে বারবার।
কষ্টে আমার বুকটা ভারী হয়ে আসছে,
কেন এমন হয় বলতে পারো তুমি??
আমাকে ছেড়ে কি তুমি অনেক সুখে আছো??
তোমার সাথে কাটানো সেই স্মৃতিগুলো আমার দুচোখ ভিজিয়ে দিচ্ছে বারবার।
কষ্টে আমার বুকটা ভারী হয়ে আসছে,
কেন এমন হয় বলতে পারো তুমি??
আমাকে ছেড়ে কি তুমি অনেক সুখে আছো??
তোমাকে যে কত ভালবাসি তা বোঝাবো কী দিয়ে?
গল্প লেখা যায় কল্পনা দিয়ে,
সুখ বোঝা যায় এক মুঠো হাসি দিয়ে,
দুঃখ বোঝা যায় শুধুমাএ চোখের জল দিয়ে,
কিন্তু তোমাকে যে কত ভালবাসি তা বোঝাবো কী দিয়ে?
সুখ বোঝা যায় এক মুঠো হাসি দিয়ে,
দুঃখ বোঝা যায় শুধুমাএ চোখের জল দিয়ে,
কিন্তু তোমাকে যে কত ভালবাসি তা বোঝাবো কী দিয়ে?
হয়তো আজ তুমি আসবে....
প্রতিটা রাতের শেষে একটা সকাল আসে...
আমি ভাবি, আজ.........হয়তো আজ তুমি আসবে......
কিন্তু তুমি আসনা, হয়তো কোনদিনও আসবে না।...
তবুও প্রতিটি দিনের শুরুতে, আমি তোমার অপেক্ষায় প্রহর গুনবো।... প্রতিটি
রাতে আমার আশারা স্বপ্ন বুনবে, কাল...
তুমি আসবে... ♥ ♥
আমি ভাবি, আজ.........হয়তো আজ তুমি আসবে......
কিন্তু তুমি আসনা, হয়তো কোনদিনও আসবে না।...
তবুও প্রতিটি দিনের শুরুতে, আমি তোমার অপেক্ষায় প্রহর গুনবো।... প্রতিটি
রাতে আমার আশারা স্বপ্ন বুনবে, কাল...
তুমি আসবে... ♥ ♥
ভুল মানুষই সঠিক মানুষ চিনতে সাহায্য করে...
মাঝে মাঝে আমরা ভুল
মানুষ কে ভালোবেসে ফেলি..
তবে ভুল মানুষই কিন্তু সঠিক মানুষ চিনতে সাহায্য করে..
মানুষ কে ভালোবেসে ফেলি..
তবে ভুল মানুষই কিন্তু সঠিক মানুষ চিনতে সাহায্য করে..
জীবনের এক পর্যায়ে এসে তুমি বুঝতে পারবে...
জীবনের এক পর্যায়ে এসে তুমি বুঝতে পারবে যে কিছু মানুষ তোমার হৃদয়ে
থাকবে কিন্তু তোমার জীবনে থাকবেনা...
থাকবে কিন্তু তোমার জীবনে থাকবেনা...
Sunday, March 10, 2013
যে চলে যেতে চায় তাকে চলে যেতে দাও
"যে চলে যেতে চায় তাকে চলে যেতে দাও ।
যদি ফিরে আসে তবে সে তোমার ।
আর যদি ফিরে না ফিরে আসে তবে মন খারাপ করো না,লুকিয়ে লুকিয়ে কেদো না।
মনে রেখ সৃষ্টিকর্তা তার চেয়েও অসাধারন কাউকে তোমার জন্য সৃষ্টি করে রেখেছেন
যদি ফিরে আসে তবে সে তোমার ।
আর যদি ফিরে না ফিরে আসে তবে মন খারাপ করো না,লুকিয়ে লুকিয়ে কেদো না।
মনে রেখ সৃষ্টিকর্তা তার চেয়েও অসাধারন কাউকে তোমার জন্য সৃষ্টি করে রেখেছেন
নির্ঝুম রাত, নিসতব্ধ পুরো শহর..
নির্ঝুম রাত, নিসতব্ধ পুরো শহর..
মাঝে মাঝে ঝি ঝি পোকার ডাক শোনা যাচ্ছে
আর দু একটি গাড়ির শব্দ..
আর কান্নার ধ্বনি পাচ্ছি..
আমি কাদঁছি..ভিতর থেকে মন ডুকরে ডুকরে কেঁদে উঠছে..
কিনতু কেন কাদঁছি??নিজেকে প্রশ্ন করি !!! প্রতিরাত আমি অবিরাম কেদেই
চলছি...কিন্তু কেন?? আমি তো খুব ভালো আছি .. ভালো আছি তোমার স্মৃতি গুলোর
সাথে..
এখনতো অনেকেই আমাকে ভালোবাসতে চায়..আমার কষ্টগুলো মুছে দিতে চায়..একসময়
আমি তোমার ভালোবাসা পাওয়ার পিছনে ছুটেছি..তখনতো কারো ভালোবাসা
পাইনি়...তবে আজ
কেন ওরা আমার ভালোবাসা পাওয়ার জন্য আমার পথ চেয়েবসে আছে..আমি কারো
ভালোবাসা চাই না..
আমার মনে কোনো ভালোবাসা নেই..সব ভালোবাসা মরে গেছে আর কখনো আমার মনে এই
ভালোবাসা জেগে উঠবে না..তোমাদের বলছি ... আমি তোমাদের ভালোবাসার যোগ্য
নই..আমাকে ভালোবেসো না .
মাঝে মাঝে ঝি ঝি পোকার ডাক শোনা যাচ্ছে
আর দু একটি গাড়ির শব্দ..
আর কান্নার ধ্বনি পাচ্ছি..
আমি কাদঁছি..ভিতর থেকে মন ডুকরে ডুকরে কেঁদে উঠছে..
কিনতু কেন কাদঁছি??নিজেকে প্রশ্ন করি !!! প্রতিরাত আমি অবিরাম কেদেই
চলছি...কিন্তু কেন?? আমি তো খুব ভালো আছি .. ভালো আছি তোমার স্মৃতি গুলোর
সাথে..
এখনতো অনেকেই আমাকে ভালোবাসতে চায়..আমার কষ্টগুলো মুছে দিতে চায়..একসময়
আমি তোমার ভালোবাসা পাওয়ার পিছনে ছুটেছি..তখনতো কারো ভালোবাসা
পাইনি়...তবে আজ
কেন ওরা আমার ভালোবাসা পাওয়ার জন্য আমার পথ চেয়েবসে আছে..আমি কারো
ভালোবাসা চাই না..
আমার মনে কোনো ভালোবাসা নেই..সব ভালোবাসা মরে গেছে আর কখনো আমার মনে এই
ভালোবাসা জেগে উঠবে না..তোমাদের বলছি ... আমি তোমাদের ভালোবাসার যোগ্য
নই..আমাকে ভালোবেসো না .
যদি কোন বৃষ্টি ভেজা রাতে...
যদি কোন বৃষ্টি ভেজা রাতে,
তোমার চোখে ঘুম না আসে,
জানালার পাশে তুমি এসে দাঁড়িও।
ভুল করে যদি আমার কথা
মনে পরে যায়,
গ্রিলের ওপাশে দুটি হাত বাড়িয়ে দিও।
আমি বৃষ্টির ফোঁটা হয়ে তোমায় ছুঁয়ে দেবো,
তোমার মনে জমে থাকা সকল কষ্ট ধুয়ে দেবো।
ঝিরিঝিরি হিমেল বাতাস হয়ে ছুঁয়ে দেবো
তোমার কোমল নরম মুখটি।
নাহয় দমকা বাতাস হয়ে
ছুঁয়ে যাবো তোমার চুল।
বুঝে নিও তুমি
সেটি বৃষ্টি ছিলনা
ছিলাম আমি,
আমি কাঁদছিলাম
আমার সেই কান্নার জল গুলো
বৃষ্টি হয়ে ঝরে পড়ছে
তোমায় একটু ছোঁবে বলে।
~~~ নিল অরণ্য ~~~
তোমার চোখে ঘুম না আসে,
জানালার পাশে তুমি এসে দাঁড়িও।
ভুল করে যদি আমার কথা
মনে পরে যায়,
গ্রিলের ওপাশে দুটি হাত বাড়িয়ে দিও।
আমি বৃষ্টির ফোঁটা হয়ে তোমায় ছুঁয়ে দেবো,
তোমার মনে জমে থাকা সকল কষ্ট ধুয়ে দেবো।
ঝিরিঝিরি হিমেল বাতাস হয়ে ছুঁয়ে দেবো
তোমার কোমল নরম মুখটি।
নাহয় দমকা বাতাস হয়ে
ছুঁয়ে যাবো তোমার চুল।
বুঝে নিও তুমি
সেটি বৃষ্টি ছিলনা
ছিলাম আমি,
আমি কাঁদছিলাম
আমার সেই কান্নার জল গুলো
বৃষ্টি হয়ে ঝরে পড়ছে
তোমায় একটু ছোঁবে বলে।
~~~ নিল অরণ্য ~~~
Friday, March 8, 2013
হয়ত তুমি আমাকে ভুলে যেতে পারবে, কিন্তু
তুমি চলে যেতে পারবে
কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা,
স্মৃতিগুলোকে নিয়ে যেতে পারবেনা।
হয়ত তুমি আমাকে ভুলে যেতে পারবে, কিন্তু আমার ভালবাসাকে ভুলতে পারবেনা
প্রতিটি মুহুর্তে -- তোমাকে স্মরন
করিয়ে দিবে,
নিরবে চোখের জল ফেলতে হবে:'(
আমার এই নিঃস্বার্থ ভালবাসার জন্যে .... :( :( :'(
কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা,
স্মৃতিগুলোকে নিয়ে যেতে পারবেনা।
হয়ত তুমি আমাকে ভুলে যেতে পারবে, কিন্তু আমার ভালবাসাকে ভুলতে পারবেনা
প্রতিটি মুহুর্তে -- তোমাকে স্মরন
করিয়ে দিবে,
নিরবে চোখের জল ফেলতে হবে:'(
আমার এই নিঃস্বার্থ ভালবাসার জন্যে .... :( :( :'(
আমি যদি এই পৃথিবী ছেড়ে চলে যাই...
আমি যদি এই পৃথিবী ছেড়ে চলে যাই, তুমি হয়তো সেদিন আমাকে ভুলে যাবে।
কিন্তু ঐ আকাশের তারা গুলো আমাকে মনে রাখবে। কারণ,তারা গুলো আমার বন্ধু।
ঐ তারা গুলো দেখেছে আমার চোখের জল, আমার বুকের আর্তনাদ। তুমি হৃদয় দিয়ে
প্রশ্ন করো তারা গুলোকে, তারা গুলো বলবে, 'আমি তোমাকে কতটুকু ভালবাসতাম'।
কিন্তু ঐ আকাশের তারা গুলো আমাকে মনে রাখবে। কারণ,তারা গুলো আমার বন্ধু।
ঐ তারা গুলো দেখেছে আমার চোখের জল, আমার বুকের আর্তনাদ। তুমি হৃদয় দিয়ে
প্রশ্ন করো তারা গুলোকে, তারা গুলো বলবে, 'আমি তোমাকে কতটুকু ভালবাসতাম'।
Wednesday, March 6, 2013
পৃথিবীতে কিছু কিছু মানুষ...
পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাবার জন্যই জন্মায়। টাকা পয়সার
কষ্ট নয় - মানসিক কষ্ট :(
------হুমায়ূন আহমেদ —
কষ্ট নয় - মানসিক কষ্ট :(
------হুমায়ূন আহমেদ —
তাকেই বিশ্বাস করুন..
তাকেই বিশ্বাস করুন..
যে কিনা আপনার হাঁসি দেখে আপনার কষ্ট বুঝে নেয়..
যে কিনা আপনার নিরবতায় কান পেতে আপনার কথা গুলো শুনতে পায়..
এবং যে আপনার রাগ অভিমান দেখে আপনার ভালোবাসাকে বুঝতে পারে..
কারন..
নিঃসন্দেহে সে সত্যিই আপনার..♥
যে কিনা আপনার হাঁসি দেখে আপনার কষ্ট বুঝে নেয়..
যে কিনা আপনার নিরবতায় কান পেতে আপনার কথা গুলো শুনতে পায়..
এবং যে আপনার রাগ অভিমান দেখে আপনার ভালোবাসাকে বুঝতে পারে..
কারন..
নিঃসন্দেহে সে সত্যিই আপনার..♥
তুমি যেমন আছো তেমনই থাকার চেষ্টা করো
কেউ তোমাকে পছন্দ করবে এই আশায় নিজেকে পরিবর্তন করে ফেলো না। তুমি যেমন
আছো তেমনই থাকার চেষ্টা করো, যে তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসবে সে
সত্যিকারের তোমাকেই ভালবাসবে...
আছো তেমনই থাকার চেষ্টা করো, যে তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসবে সে
সত্যিকারের তোমাকেই ভালবাসবে...
একজনের ভালবাসায় হয় না......
ভালবাসা-বাসির ব্যাপারটা হাততালির মতো। দুটা হাত লাগে। এক হাতে তালি বাজে না।
অর্থাৎ একজনের ভালবাসায় হয় না......
-----হুমায়ুন আহমেদ
অর্থাৎ একজনের ভালবাসায় হয় না......
-----হুমায়ুন আহমেদ
Monday, March 4, 2013
আজ হয়তো আজ তুমি আসবে....
প্রতিটা রাতের শেষে একটা সকাল আসে আমি ভাবি,
আজ হয়তো আজ তুমি আসবে....
কিন্তু তুমি আসনা, হয়তো কোনদিনও আসবে না....
তবুও প্রতিটি দিনের শুরুতে, আমি তোমার অপেক্ষায় প্রহর গুনবো....
প্রতিটি রাতে আমার আশারা স্বপ্ন বুনবে, কাল তুমি আসবে....
আজ হয়তো আজ তুমি আসবে....
কিন্তু তুমি আসনা, হয়তো কোনদিনও আসবে না....
তবুও প্রতিটি দিনের শুরুতে, আমি তোমার অপেক্ষায় প্রহর গুনবো....
প্রতিটি রাতে আমার আশারা স্বপ্ন বুনবে, কাল তুমি আসবে....
দূরত্ব যদি সত্যি সত্যিই ভালবাসার গভীরতা বাড়িয়ে দেয়, তবে আমি দূরেই থাকতে চাই...
দূরত্ব যদি সত্যি সত্যিই ভালবাসার
গভীরতা বাড়িয়ে দেয়,
তবে আমি দূরেই থাকতে চাই... অনেক অ-নে-ক দূরে...
আপনজনেরা যদি আমাকে আপন ভাবতে কুণ্ঠাবোধ করে -
তবে গোটা পৃথিবীটাকেই
আপন বানিয়ে ফেলবো... কেউ না কেউতো,
কখনো না কখনো স্মরণ করবে...
গভীরতা বাড়িয়ে দেয়,
তবে আমি দূরেই থাকতে চাই... অনেক অ-নে-ক দূরে...
আপনজনেরা যদি আমাকে আপন ভাবতে কুণ্ঠাবোধ করে -
তবে গোটা পৃথিবীটাকেই
আপন বানিয়ে ফেলবো... কেউ না কেউতো,
কখনো না কখনো স্মরণ করবে...
আজ (৪ মার্চ) পূর্ব দোহাজারী'র হযরত শামসের আউলিয়া (রঃ) এর পবিত্র ওরষ শরীফ।
আজ (৪ মার্চ) পূর্ব দোহাজারী'র হযরত শামসের আউলিয়া (রঃ) এর পবিত্র ওরষ শরীফ।
দেশের প্রখ্যাত আলেম-উলামাদের উপস্থিতিতে সারারাত ব্যাপি চলবে ওয়াজ,
মাহফিল ও দোয়া। সব শেষে হবে তবুরুক (খাবার) বিতরণ। আপনাদের সকলের প্রতি
দাওয়াত রইল।
স্থান : পূর্ব দোহাজারী আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হযরত
শামসের আউলিয়া (রঃ) এর মাজার, দোহাজারী, চন্দনাইশ, চট্টগ্রাম।
দেশের প্রখ্যাত আলেম-উলামাদের উপস্থিতিতে সারারাত ব্যাপি চলবে ওয়াজ,
মাহফিল ও দোয়া। সব শেষে হবে তবুরুক (খাবার) বিতরণ। আপনাদের সকলের প্রতি
দাওয়াত রইল।
স্থান : পূর্ব দোহাজারী আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হযরত
শামসের আউলিয়া (রঃ) এর মাজার, দোহাজারী, চন্দনাইশ, চট্টগ্রাম।
Sunday, March 3, 2013
আজ হয়তো তুমি আসবে....
প্রতিটা রাতের শেষে একটা সকাল আসে আমি ভাবি,
আজ হয়তো তুমি আসবে....
কিন্তু তুমি আসনা, হয়তো কোনদিনও আসবে না....
তবুও প্রতিটি দিনের শুরুতে, আমি তোমার অপেক্ষায় প্রহর গুনবো....
প্রতিটি রাতে আমার আশারা স্বপ্ন বুনবে, কাল তুমি আসবে....
আজ হয়তো তুমি আসবে....
কিন্তু তুমি আসনা, হয়তো কোনদিনও আসবে না....
তবুও প্রতিটি দিনের শুরুতে, আমি তোমার অপেক্ষায় প্রহর গুনবো....
প্রতিটি রাতে আমার আশারা স্বপ্ন বুনবে, কাল তুমি আসবে....
Friday, March 1, 2013
কেন আজ তুমি হয়ে গেলে পর
কেন আজ তুমি হয়ে গেলে পর
কিভাবে হলে তুমি এমন স্বার্থপর
তাহলে কি সবই ছিলো তোমার অভিনয়
যে অভিনয়ে ভেঙ্গে দিলে আমারি এই হৃদয় :(
কিভাবে হলে তুমি এমন স্বার্থপর
তাহলে কি সবই ছিলো তোমার অভিনয়
যে অভিনয়ে ভেঙ্গে দিলে আমারি এই হৃদয় :(
কোনো এক শীতের সকালে
কোনো এক শীতের সকালে,
কুয়াশা মোড়া সূর্যকে প্রশ্ন করেছিলাম--ভালবাসা কী..??
সূর্য বলেছিলো, আমার আলোয় ঝলসে উঠা এক ফোঁটা শিশির বিন্দুই ভালোবাসা। ।
সুন্দর কোনো এক বিকেলে, স্রোতস্বিনী কোনো নদীকে প্রশ্ন করেছিলাম-- স্বপ্ন কী..??
নদী বলেছিলো, সমস্ত বাধা অতিক্রম করে সমুদ্রের পানে ছুটে যাওয়াই স্বপ্ন। ।
নির্ঘুম এক রাতে,
মেঘমুক্ত নির্মল আকাশকে প্রশ্ন করেছিলাম--সুখ কী..??
আকাশ বলেছিলো, আমার বুকে হাজারো তারার ভীড়ে চাঁদের মিষ্টি হাসিটাই সুখ। ।
কোনো এক ব্যাথাভরা সন্ধ্যায়,
আমায় একজন প্রশ্ন করেছিলো--কষ্ট কী...??
আমি বলেছিলাম, হৃদয় উজাড় করে ভালোবেসে;
ভালোবাসার বিনিময়ে অবহেলা পাওয়ার নামই কষ্ট!!
কুয়াশা মোড়া সূর্যকে প্রশ্ন করেছিলাম--ভালবাসা কী..??
সূর্য বলেছিলো, আমার আলোয় ঝলসে উঠা এক ফোঁটা শিশির বিন্দুই ভালোবাসা। ।
সুন্দর কোনো এক বিকেলে, স্রোতস্বিনী কোনো নদীকে প্রশ্ন করেছিলাম-- স্বপ্ন কী..??
নদী বলেছিলো, সমস্ত বাধা অতিক্রম করে সমুদ্রের পানে ছুটে যাওয়াই স্বপ্ন। ।
নির্ঘুম এক রাতে,
মেঘমুক্ত নির্মল আকাশকে প্রশ্ন করেছিলাম--সুখ কী..??
আকাশ বলেছিলো, আমার বুকে হাজারো তারার ভীড়ে চাঁদের মিষ্টি হাসিটাই সুখ। ।
কোনো এক ব্যাথাভরা সন্ধ্যায়,
আমায় একজন প্রশ্ন করেছিলো--কষ্ট কী...??
আমি বলেছিলাম, হৃদয় উজাড় করে ভালোবেসে;
ভালোবাসার বিনিময়ে অবহেলা পাওয়ার নামই কষ্ট!!
Subscribe to:
Posts (Atom)