Saturday, July 13, 2013

তুমি কি কষ্টে আছো?

তোমার চোখের জল করে টলমল
মুছে গেছে তোমার সুখের কাজল
তবে কি তুমি কষ্টে আছ ?
নিজেই নিজেরি ভুলে কাঁদছ ?
যদি মনে কর তুমি সুখে নেই
তবে তুমি ফিরে এসো এখনও আগের মতই ভালবাসি তোমাকে...

দেখতে দেখতে একটা বছর কেঁটে গেল

দেখতে দেখতে একটা বছর কেটে গেল।
খুব অবাক লাগে যে মানুষটিকে না দেখে,
কথা না বলে একটা দিনও থাকতে পারতাম
না অথচ আজ ৩৬৫ দিন হল সে মানুষটির
সাথে দেখা হয় না কোন রকম কথা হয় না। খুব
জানতে ইচ্ছে করে কিভাবে পারলে এতদিন আমায় ভুলে থাকতে?
অবশ্য পারার ও কথা!

তোমার মনে আছে কিনা জানি না আজকের এই
দিনটিতে আমাদের ব্রেকআপ হয়েছিল। অবশ্য
মনে থাকার কথা নয়, কারণ আমি হলাম এখন
তোমার জীবনের অতীত। আর অতীতকে কয়জন
মনে রাখতে চাই বল?
শুধু আমার মত বোকারাই একমাত্র অতীত নিয়ে পড়ে থাকে।
শুনেছি আমার শূন্যস্থান পূরণ করার জন্য
নাকি তোমার জীবনে নতুন একজন এসেছে !
তাকে নিয়ে তুমি নাকি খুব সুখেই আছো !
আমি দোয়া করি তোমার এই সুখ যেন
চিরস্থায়ী হয়।

তবে কি জানো ! তোমাকে দেওয়া কথার খেলাফ
আমি আজও করিনি। আমার জীবনে তোমার
শূন্যস্থান পূরণ করার জন্য কেউ এখনও
আসেনি মানে আমি কাউকে তোমার শূন্যস্থান
পূরণ করার অধিকার দেয়নি। কারণ
আমি তোমাকে কথা দিয়েছিলাম তুমি ছাড়া আমার জীবনে আর কেউ আসবে না,
এটা শুধু তোমার জায়গা।
তুমি ছাড়া এইখানে আর কেউ বিচরণ
করতে পারবে না। তুমি ছিলে,
তুমি আছো জানি সারাজীবন তুমিই থাকবে।
পার্থক্য শুধু এখন একটাই তুমি নামের মানুষটির অস্তিত্ব নেই আছে শুধু তোমার
স্মৃতি...............:'(:'(:'(

Friday, July 12, 2013

শুভ সকাল

কষ্টের বন্যায় ভেসে যাওয়া রাতও
ভোর হয় । আর সে সোনালী ভোর দেখতে হলে অনেক কষ্টে জীবন বাঁচিয়ে ভেসে থাকতে হয়।

শুভ সকাল।

Thursday, July 11, 2013

প্রথম যেদিন বলেছিলে ভালবাসি

প্রথম যেদিন বলেছিলে ভালোবাসি , নির্ঘুম রাত ছিল সেদিন আমার । জেগে জেগে
দেখেছি কতই না স্বপ্ন ।
কখনও আপন মনে চলেছি হেসে ।
অন্যরা খেয়াল করলে হয়ত পাগল ভাবত, ভাবুক না তোমার জন্য আমি একবার না,
হাজারও বার পাগল হতে পারি ।

আজও তোমার মুখে ভালোবাসি কথাটা পুরানো সুখের দিনে ফিরিয়ে নিয়ে যায় ।
তবে আজ স্মৃতি গুলোতে কেমন যেন ধুলো পরেছে । তোমার যে হাসিতে ছিল আমার
স্বপ্ন আঁকা, আজ তোমার সেই হাসি মুখে যেন
ভেসে উঠে আমার পরাজয় । যে চোখের দিকে তাকালে স্বপ্নের পর স্বপ্ন হতো
সৃষ্টি, আজ তা যেন কেবলই হতাশা সৃষ্টির অভিন্ন এক যন্ত্র ।

তোমার অবাধ্যতায় যেন আমার পরাজয় । তোমার হীনমন্যতায় আজ আমার দুঃসময় ।
হয়তো আমার কপালে এর থেকে বেশি কিছু লিখা ছিল না । :-( :-(

Saturday, July 6, 2013

আজ তুমি আমার থেকে অনেক দূরে

আজ তুমি আমার থেকে অনেক দূরে
আমার দৃষ্টির সীমা ছাড়িয়ে কোন এক স্বপ্ন ভেঙ্গে আমায় একা ফেলে যাচ্ছ
তোমার ভালবাসার দেশে শুধু আমি পরে রইলাম একা বুকে নিয়ে অগনিত কষ্ট ব্যথা
। ;-(

তারপরও আমি বলবো, অনেক ভালবাসি তোমায় । শুধু তোমায় ।

এই জীবনের প্রতিটি মুহূর্তে তোমার দেয়া প্রতিটি স্পর্শ, অনুভূতি আর
স্বপ্নের কথা ভেবে হৃদয়ের গভীর থেকে গভীরে তোমায় ভালবাসবো বলে এই আমার
বেচে থাকা ।

Friday, July 5, 2013

না পাওয়ার কষ্ট

না পাওয়ার কষ্ট টা যে কত বেশি তা কাউকে হারালে বুঝা যায়। এত কষ্ট, তারপরও
মানুষ সব কষ্ট গুলো নিয়ে বেচে থাকে... এটাই জীবন, এটাই নিয়তি ...।। অনেক
সময় আমদের মাঝে করার মতো কিছু থাকে না ...
কষ্ট গুলু নীরবে সহ্য করে নিতে হয়...।

জীবনের সঙ্গে যুদ্ধ করতে করতে খুব ক্লান্ত হয়ে গেছি । যা সারা শরীর ও
মনকে খুব অবসাদ করে ফেলেছে । খুব ইচ্ছে করে এখন সবকিছু ফেলে দিয়ে এমন
কোথাও চলে যাই, যেখানে থাকবে না কোন হারানোর বেদনা । কেউ পিছু টানবে না ,
কেউ না।।

ফেইসবুক

3k পেইজের মধ্যে কোনো (সস্তা) পোস্ট করা হলে এবং পোস্টের নিচে মেয়ে
অ্যাডমিনের নাম উল্লেখ করে দিলে সেই পোস্টে লাইক-শেয়ারের বন্যা বয়ে যায়।

আর আমি 7.5k পেইজ চালিয়ে কোনো (তুলনামূলক ভাল) পোস্ট করলেও সেই পোস্টে
ফ্যানদের কোনো সাড়া মেলেনা..

ঐ 3k পেইজটির মধ্যে যদি কোনো ছেলে অ্যাডমিন পোস্ট করে তাহলে সেই পোস্ট যত
ভালই হোক না কেন, ফ্যানদের দৃষ্টি ঐ পোস্টের দিকে তেমন পড়ে না। শুধু
মেয়ের নাম উল্লেখ করলেই পোস্টটি ভাল লাগে সবার।

এফবিতে অনেক এডাল্ট পেইজ আছে, সেগুলোর কথা নাহয় না-ই বললাম। কিছুদিন আগে
দেখলাম 4k একটা (এডাল্ট) পেইজে ২/৩ দিন পর একটা পোস্ট করা হয়। কিন্তু, ঐ
পোস্টে লাইক পড়ে ৮০-১০০টা!

এফবি আসলে দিন দিন অসুস্থ মানসিকতাসম্পন্ন মানুষের প্লাটফর্মে পরিণত হচ্ছে।

কয়েকটি পেইজ চালায়। পেইজ চালিয়ে, লাইক, কমেন্ট পেয়ে আমার ১পয়সাও ইনকাম
হয়না। জাস্ট একটু ভাল লাগা। বলা যায় এফবিতে পেইজ গুলোই আমার এক প্রকার
সঙ্গী।

[উল্লেখ্য, এখানে 3k এবং 4k পেইজ দুটি জাস্ট উদাহরণস্বরুপ দেখানো হয়েছে।
এফবিতে এরকম আরো অসংখ্য পেইজ রয়েছে। এবং 3k বলতে ৩ হাজার ও 7.5k বলতে
৭৫০০ বুঝানো হয়েছে]

Saturday, June 15, 2013

লোকাল বাস

***লোকাল বাস***

বাসা থেকে আমাদের কলেজ প্রায় ১-১.৫ কিলোমিটারের পথ। বাসার পাশে থেকে বাস
যায় কলেজের রোডে। তাই প্রতিদিন কলেজে যায় লোকাল বাসে করে।

লোকাল বাসে যাওয়ার সময় প্রতিদিন পোহাতে হয় বিভিন্ন ঝামেলা। কড়া রোদের
মধ্যে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে হয় (যেখান থেকে গাড়িতে উঠি সেখানে
ছাঁয়ায় দাঁড়াবার মতো কোনো স্থান নেই) । খোলা আকাশের নিচে সূর্য থেকে গরম
রোদ সরাসরি এসে পড়ে আমার গায়ে।

গাড়ি পেতেও অনেক সময় দেরী হয়ে যায়, বিশেষ করে যেদিন পরীক্ষা থাকে বা
যেদিন কোনো একটি জরুরী কাজে তাড়াহুড়া করে কোথাও পৌঁছাতে হয় সেদিন। এটা
অবশ্য আমার মত যাঁরা লোকাল বাসের যাত্রী তাদের কাছে নতুন কিছু নয়।

গাড়ি একটা পেলে ওটাতে উঠতে হয় লাফ দিয়ে। অধিকাংশ সময় ড্রাইভাররা গাড়ি
সম্পূর্ণ ব্রেক করেন না (যদি মহিলা না উঠেন) । অনেক সময় একটু বেশি আবার
অনেক সময় ধীর গতিতে গাড়ি চলতে থাকে। যখন লোকাল বাসের নতুন যাত্রী ছিলাম
অর্থাৎ, যখন নতুন শহরে আসি তখন ২/১ বার গাড়িতে লাফ দিয়ে উঠার সময় পায়ে
ব্যথা পেয়েছিলাম। নামার সময়ও নামায় একি ভাবে। বাম পা দিয়ে সামনে দৌড়ে
নামতে হয়। কারণ, গাড়ি চলন্ত অবস্থায়।

যেদিন গাড়িতে যাত্রী কম থাকে সেদিন মাঝ পথে গাড়ি থামিয়ে রাখবে যাত্রী
খোঁজার আশায়। যতক্ষণ পর্যন্ত না গাড়িতে মানুষ উপচে পড়ছে, ততক্ষণ পর্যন্ত
নিতে থাকবে। অনেক্ষণ ধরে গাড়ি দাঁড়িয়ে রাখার কারণে অনেক যাত্রী
ড্রাইভারকে বকাঝকা করে। কিন্তু, তা শুনতে শুনতে তিনি অভ্যস্ত হয়ে গেছেন
বা এগুলো তার কানের বাইরে।

গাড়িতে কিছু মানুষের কিছু আচরণ দেখে অবাক হই! সিটে বসার জন্য মানুষ এতো
পাগল! লোকাল বাসের সিটটা যেন একটা সোনার খনি! একটা মানুষ সিট থেকে উঠার
আগে আরেকটা মানুষ কীভাবে যে ঐ সিটটা দখল করে নিবে সে কথা ভেবে পায়না!
এরকম ঘটনা আমার সাথে বা আমার সামনে প্রায়ই ঘটে। কয়েকদিন আগেও আমার সাথে
ঘটল এরকম একটা ঘটনা।

আসছিলাম জিইসি (চট্টগ্রামের একটা যায়গা) থেকে। সাথে ছিল আমার এক ফ্রেন্ড।
গাড়িতে সিট পায়নি। অনেক ঠেসাঠেসির মধ্যে দু'জনেই দাঁড়ালাম পাশাপাশি (কালো
প্যান্ট পরলে তো হাটুর নিচের অবস্থা করুণ) । একটু পর আমার পাশের সিটের
মানুষটা নেমে যাচ্ছিলেন। উনার পাশে যেহেতু আমি দাঁড়ানো ছিলাম সিটটা আমারই
পাওয়ার কথা। মানুষটা উঠার পর আমি আমার ফ্রেন্ডকে বলছি ঐ সিটে বসার জন্য।
এই কথা বলতেই আরেকটা মানুষ আমার হাতটা ঠেলে বসে পড়লেন ঐ সিটে! আমি যে
আমার ফ্রেন্ডকে ঐ সিটে বসতে বলছি সেটা তিনি দেখেছিলেন। দেখার পরেও তিনি
এমনটা করলেন। যেহেতু এধরনের ঘটনা গুলো আমার কাছে নতুন নয় তাই আমি আমার
ফ্রেন্ডের দিকে তাকিয়ে হাসছি। 3:)

উনার পাশের সিটে যে মানুষটি ছিলেন তিনি উঠে যাওয়ার পরে আমি উনার পাশেই
বসেছিলাম। মানুষটি আমাদের চট্টগ্রামের ছিলেন না। উনি ফোনে কথা বলছিলেন
এবং তার কথা শুনেই সেটা বুঝতে পেরি।

Sunday, June 2, 2013

এখনো তোমায় ভেবে দিন কাটায়...

এখনো গভীর রাতে ফোন এলে চমকে উঠি....
মনে হয় এই বুঝি সব ভুলে তুমি ফোন করলে....

¤ফোন এর ম্যাসেজ টোনটা বেজে উঠলেই স্থির মন চঞ্চল হয়ে ওঠে....
হয়ত স্ক্রিনে ভেসে উঠবে তোমার
নাম.... একটা ছোট্র ম্যাসেজ Sorry....

¤কোথাও নাম্বার টিপে ফোন দিতে গেলেই আনমনে তোমার নাম্বারটাই চাপি....

¤বিশেষ দিনগুলো এখনো তোমায় নিয়ে সাজাই....
ভুলে যাই তুমি পাশে নেই....

¤তোমায় আর ভাবব না বলে অগোচর মনে তোমার কথাই ভেবে যাই....
ভুলে যাই তোমায় ভাবার পরিধি আজ আর আমার সীমার মাঝে আর নেই....

¤হঠাত্ হঠাত্ সুখের স্মৃতিগুলো মনে করে একা একাই হেসে ফেলি....
চেতনা ফিরে পেলে ভাবি পাগল হয়ে যাচ্ছি না তো!

¤এখনো প্রিয় নাম্বারটা তোমারই আছে বদলে ফেলার মত সাহস হয় না....

¤এখনো তোমায় ভেবেই দিন
কাটাই তুমিও কি থাকো আমারই মত.... আমারই প্রতিক্ষায়..??

Sunday, May 5, 2013

মনে হয় আজ অঝর ধারায় কাঁদবে । । ।

আকাশটা আজ সকাল থেকেই কেমন জানি গম্ভীর হয়ে আছে। মনে হয় আজ অঝর ধারায় কাঁদবে । । ।

Saturday, March 23, 2013

মুহূর্তের মধ্যেই এক দমকা হাওয়া এসে শুরু হয়ে গেল অঝর শিলা বৃষ্টি..

এ কী! মুহূর্তের মধ্যেই এক দমকা হাওয়া এসে শুরু হয়ে গেল অঝর শিলা বৃষ্টি..

হঠাৎ চলে গেল বিদ্যুৎ, বিজলির আওয়াজে বুক ধর ধর করে কেঁপে উঠছে।

পৃথিবীটা হয়ে গেল শীতল ঠাণ্ডা...

Thursday, March 21, 2013

অবাক হই, যখন জানতে পারি যে,

অবাক হই, যখন জানতে পারি যে, কেউ একজন আমার কথা মনে করে ঘুমাতে যায়।

কিন্তু আরো বেশি অবাক হই,
যখন উপলব্ধি করি যে,
আমি তার কথা ভেবেই সারা রাত ঘুমাতে পারি না....

যদি চলে যেতে চাও তাহলে পথ আগলে দাড়াব না।

যদি চলে যেতে চাও তাহলে পথ আগলে দাড়াব না।
বাধার দেয়াল ভেঙ্গে দিবো মুক্ত গগনে উড়ে যেতে
অবহেলা গুলো কবিতার ছন্দ হিসেবে ভেবে নিব
ভাসিয়ে দিব লেখা কোন ইতিহাসে,
গধুলী স্পর্শ মাখা কোন এক নদীর জলে।

যার অনুভূতি যত বেশি..

যার অনুভূতি যত বেশি,
তার অভিমান তত বেশি।
যার অভিমান যত বেশি,
তাঁর হৃদয় তত সুন্দর।
যার হৃদয় যত সুন্দর,
তাঁর কষ্ট তত বেশি । :(

আজ তুমি কাউকে ধোঁকা দিয়ে তাকে কাঁদাচ্ছো...

আজ তুমি কাউকে ধোঁকা দিয়ে তাকে কাঁদাচ্ছো , তার কষ্টটা তুমি বুঝতে পারছনা ।

একদিন হয়ত সে কারো বুকে মাথা রেখে সুখের হাসি হাসবে কিন্তু তুমি সেই দিন
কারো জন্য চোখের জলে বুক ভাসাবে ।

Wednesday, March 20, 2013

পৃথিবীতে ভালবাসার একটি মাত্র উপায় আছে.........

পৃথিবীতে ভালবাসার একটি মাত্র উপায়
আছে.........
সে হল প্রতিদানের
আশা না করে ভালবেসে যাওয়া...
-ডেল কার্নেগী

মিথ্যা ভালবাসার অভিনয়

কাউকে কাছে পেয়ে হারানোর কষ্ট কতটুকু তা শুধু সেই মানুষগুলোই জানে,
যার জীবন থেকে এমন কেউ হারিয়ে গেছে ।
আমি সেই কষ্টটাকে খুব কাছেথেকে দেখেছি ।

কিন্তু তুমি কি জানো আমি সেই কষ্ট কে ভুলে যাই,
হ্যাঁ আমি তোমার চলে যাওয়ার কষ্টটাকে ভুলে যাই যখন আমার মনে পড়ে যায়
তোমার মিথ্যা ভালবাসার অভিনয়ের কথাগুলো…।

তোমার জন্য সব কষ্টের সৃষ্টি তবুও...

তোমার জন্য সব কষ্টের সৃষ্টি তবুও তোমাকে ভালবাসতে ভাললাগে,

নিজের অচেনা স্বপ্নগুলো তোমার জন্যই অপুর্ণ
তবুও তোমাকে নিয়ে ভাবতে ভাললাগে,

আজ সব কষ্টগুলো আমার, তবুও অনেক সুখে থেকো তুমি
তোমারি আপন ভুবনে…..…

আবার ফুল ফুটবে বাগানে...

আবার ফুল ফুটবে বাগানে,
ভ্রমর তো ছুটে আসবে ফুলের ঘ্রাণে।
আমাকে তখনি পরবে মনে,
স্মৃতি গুলো পরবে মনে প্রতিটি ক্ষণে। চোখেতে জল আসতেও পারে…
তবুও কাঁদতে হবে তোকে নিরবে নির্জনে.…♥♥

কষ্ট

যে অন্যকে কষ্ট দিতে পারে না, সে নিজেই বেশি কষ্ট পায় ।

পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব হলো...

পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার পাশে থাকি -
কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালবাসি !!♥

হারানো ভালোবাসা

তোমার জন্য আজও আমার কষ্ট হয় । হারানো ভালোবাসা সারা জীবন কাঁদায় ।

Tuesday, March 19, 2013

এখনো কি আকাশ দেখ?

এখনো কি আকাশ দেখ?
নাকি সময় পাও না!
এখনো কি বৃষ্টিতে ভেজো?
নাকি ইচ্ছে করেনা!
এখনো কি আমায় ভাব?
নাকি মনেই পড়েনা!

ভালোবাসা এবং মৃত্যু দুটোই আমন্ত্রন বিহীন অতিথি ...

ভালোবাসা এবং মৃত্যু
দুটোই আমন্ত্রন বিহীন অতিথি ...
তারা কখন আসে সেটা কেউ জানেনা ...
কিন্তু,,
দু'জনেই একই কাজ করে ...
একজন হৃদয় নিয়ে নেয় ...
আর,,
অন্যজন হৃদয়ের স্পন্দন নিয়ে নেয় .....

কখনোই কাদতাম না.…

তুমি যদি আমার চোখের কান্না হতে,
তাহলে আমি কখনোই কাদতাম না.…
তোমায় হারানোর ভয়ে…

Monday, March 18, 2013

তুমি হয়তো জানো না, আমার জীবনটা এখন ভেজা কাগজ এর মত...

তুমি হয়তো জানো না, আমার জীবনটা এখন ভেজা কাগজ এর মত।
এটাতে কেউ লিখতে ও আসে না, কেউ আগুন ও ধরায় না

আজ আমি একা বড় একা...

আজ আমি একা বড় একা...
তুমি কি জানো এখনো আমি রাত জাগি...?
তবে তোমায় নিয়ে স্বপ্ন দেখে নয়...
আমি রাত জাগি তোমার স্মৃতির জোছনায়...

ভেবেছি চলে যাবো দূর অজানায়...
কেনো জানি এই পৃথিবীর মানুষ
গুলো ছাড়ে না আমায়...

তবুও জেনে রেখো আমি এখনো পথ চেয়ে থাকি "তোমার
স্বপ্নের অপেক্ষায়"

বড় একা...

বড় একা আমি
নিজের ছায়ারমত
শুন্যতার মত
দীর্ঘশ্বাসের মত
নিঃসঙ্গ বৃক্ষের মত
নির্জন নদীর মত
বিচ্ছিন্ন দ্বীপের মত
মৌন পাহাড়ের মত
আজীবন সাজাপ্রাপ্ত, দণ্ডপ্রাপ্ত আসামীর মত
বড় একা আমি
বড় একা...

Saturday, March 16, 2013

নীরব

যদি কোনো মানুষ সবসময় নীরব থাকে
এর মানে এটা না যে সে মজা করতে পারেনা এর মানে এটা যে জীবন তাকে এমন কিছু
শিখিয়েছে যা তাকে নীরব বানিয়েছে....:'( :'(

চলতে গিয়ে অর্ধেক পথে ছেড়ে দেবে কি এ হাত??

চলতে গিয়ে অর্ধেক পথে ছেড়ে দেবে কি এ হাত??
ভুলে আমায় যাবে কি হয় যদি কালো রাত??

একা একা ফিরে আসাটা অনেক কষ্টের।

একা হাঁটা কষ্টের নয়...
কিন্তু যখন হেঁটেছিলাম দুজনে একসাথে মাইলের পর মাইল,
সেখান থেকে একা একা ফিরে আসাটাই অনেক কষ্টের।

শিশু পার্ক এখন আর শিশুর বিনোদনের স্থান না, যেন ডেটিং এর আসর!

গতকাল বিকেলের দিকে গেলাম চট্টগ্রামের বহুল পরিচিত এক জাদুঘরে। সাথে এক
ফ্রেন্ড এবং এক বড় ভাই ছিলো। পাশে লাগানো শিশু পার্ক। জাদুঘর এরিয়াতে
ঢুকেই যা মনে হলো, এটা জাদুঘর না, যেন প্রেমিক-প্রেমিকার জোড়া পৃথিবীতে
ঢুকে পড়লাম! ৪-৫ হাত পর পর একেকটা জোড়া। ভাগ্যিস একা যায়নি, না হয় তাদের
জোড়া পৃথিবীতে আমি একজন সিঙ্গেল ঢুকে পড়ার লজ্জায় আবার বেক করতে হতো!

বাইরের দৃশ্য তো অনেক দেখলাম। তারপর ঢুকে পড়লাম জাদুঘরে। জাদু ঘরের সব
কিছু দেখতে দেখতেই সন্ধ্যা ঘনিয়ে এলো।

বের হয়ে দেখি আগের চেয়ে ভীড় একটু কম। পাশের একটা কোম্পানিতে বড় ভাইটি জব
করেন। তিনি আমাদের এখানে রেখে তার কর্মস্থল থেকে একটু ঘুরে আসতে গেলেন।

আমরা বাইরে এসে বসলাম। খোলা আকাশের নিচে ঠান্ডা আবহাওয়া। পাশের শিশু
পার্কের হালকা আলোয় আলোকিত চারপাশ। পার্কটি নামে শিশুর হলেও শিশুর
আনাগোনা কম। ২০-২৫ বছরের যুবক ও ১৫-২০ বছরের যুবতীই বেশি চোখে পড়ছিল।
মানুষ শিশু নিয়ে যাবেই বা কীভাবে, শিশু নিয়ে যাওয়ার পরিবেশ কি সেখানে
রেখেছে ওরা?? পুরো পার্কটাকে তো ডেটিং এর আসর বানিয়ে ফেলেছে।

জাদুঘর এরিয়াতে ঢুকেই খুঁটিনাটি অনেক কিছুই দেখলাম। তবে সেগুলো নিয়ে তেমন
ভাবিনি। কিন্তু, বসার পর পার্কের যে পাশ্বটা আমরা দেখতে পাচ্ছি সেই
পাশ্বের একদম শেষ প্রান্তে কয়েক জোড়া যুবক-যুবতীকে দেখা যাচ্ছে। তাদের
পেছনে অনেক দূরে লাইট জ্বলছে। পেছন দিকে দূরে লাইট থাকায় সামনের দিক থেকে
তাদের চেহারা বোঝা না গেলেও শরীরের আকৃতিটা বোঝা যাচ্ছে।

একটু পর হঠাৎ দেখি যে তাদের দুটি মাথা এক হয়ে গেল! তাহলে কাহিনী কী?
আরেকজন গেল কই?? সেই কাহিনী খুঁজতে খুঁজতে যে দৃশ্য দেখলাম সেই দৃশ্যের
বর্ণনা দিয়ে আপনাদের লজ্জায় ফেলতে চাইছিনা।

শুধু এটুকু বলি, ওরা মানুষ না, ওরা হলো পশু-পাখি। পাবলিক প্লেসে একমাত্র
পশু-পাখীরাই এগুলো পারে।

Thursday, March 14, 2013

আজ মহাবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এর জন্মদিন।

শুভ জন্মদিন আইনস্টাইন।

আজ মহাবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এর জন্মদিন। ১৮৭৯ সালের এই দিনে তিঁনি
জার্মানিতে জন্ম গ্রহণ করেন।

পদার্থ বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য তিঁনি ১৯২১ সালে নোবেল পুরুষ্কার
লাভ করেন। এই আধুনিক বিশ্ব গড়ার ক্ষেত্রে তাঁর অবদান অপ্রতুল। তাঁর আলোর
পথ ধরেই আধুনিক বিশ্ব আজ অগ্রগতির পথে।

১৯৫৫ সালের ১৮ এপ্রিল তিঁনি পরলোকগমন করেন।

Wednesday, March 13, 2013

আমাকে ছেড়ে কি তুমি অনেক সুখে আছো??

আজ কেন জানি তোমার কথা ভীষণ মনে পড়ছে,
তোমার সাথে কাটানো সেই স্মৃতিগুলো আমার দুচোখ ভিজিয়ে দিচ্ছে বারবার।
কষ্টে আমার বুকটা ভারী হয়ে আসছে,
কেন এমন হয় বলতে পারো তুমি??
আমাকে ছেড়ে কি তুমি অনেক সুখে আছো??

তোমাকে যে কত ভালবাসি তা বোঝাবো কী দিয়ে?

গল্প লেখা যায় কল্পনা দিয়ে,
সুখ বোঝা যায় এক মুঠো হাসি দিয়ে,
দুঃখ বোঝা যায় শুধুমাএ চোখের জল দিয়ে,
কিন্তু তোমাকে যে কত ভালবাসি তা বোঝাবো কী দিয়ে?

আমি স্বার্থপর

তোমার কাছে ভালোবাসা চাওয়াটা যদি স্বার্থপরতার পরিচয় হয়

তাহলে আমি স্বার্থপর...... ­♥¥♥¥

হয়তো আজ তুমি আসবে....

প্রতিটা রাতের শেষে একটা সকাল আসে...
আমি ভাবি, আজ.........হয়তো আজ তুমি আসবে......
কিন্তু তুমি আসনা, হয়তো কোনদিনও আসবে না।...
তবুও প্রতিটি দিনের শুরুতে, আমি তোমার অপেক্ষায় প্রহর গুনবো।... প্রতিটি
রাতে আমার আশারা স্বপ্ন বুনবে, কাল...
তুমি আসবে... ♥ ♥

ভুল মানুষই সঠিক মানুষ চিনতে সাহায্য করে...

মাঝে মাঝে আমরা ভুল
মানুষ কে ভালোবেসে ফেলি..
তবে ভুল মানুষই কিন্তু সঠিক মানুষ চিনতে সাহায্য করে..

বিশ্বাস

ভালবাসায় বিশ্বাস জিনিসটা না থাকলে সেই ভালোবাসা কোনদিন টিকে না ।

জীবনের এক পর্যায়ে এসে তুমি বুঝতে পারবে...

জীবনের এক পর্যায়ে এসে তুমি বুঝতে পারবে যে কিছু মানুষ তোমার হৃদয়ে
থাকবে কিন্তু তোমার জীবনে থাকবেনা...

Sunday, March 10, 2013

যে চলে যেতে চায় তাকে চলে যেতে দাও

"যে চলে যেতে চায় তাকে চলে যেতে দাও ।
যদি ফিরে আসে তবে সে তোমার ।
আর যদি ফিরে না ফিরে আসে তবে মন খারাপ করো না,লুকিয়ে লুকিয়ে কেদো না।
মনে রেখ সৃষ্টিকর্তা তার চেয়েও অসাধারন কাউকে তোমার জন্য সৃষ্টি করে রেখেছেন

নির্ঝুম রাত, নিসতব্ধ পুরো শহর..

নির্ঝুম রাত, নিসতব্ধ পুরো শহর..
মাঝে মাঝে ঝি ঝি পোকার ডাক শোনা যাচ্ছে
আর দু একটি গাড়ির শব্দ..
আর কান্নার ধ্বনি পাচ্ছি..
আমি কাদঁছি..ভিতর থেকে মন ডুকরে ডুকরে কেঁদে উঠছে..
কিনতু কেন কাদঁছি??নিজেকে প্রশ্ন করি !!! প্রতিরাত আমি অবিরাম কেদেই
চলছি...কিন্তু কেন?? আমি তো খুব ভালো আছি .. ভালো আছি তোমার স্মৃতি গুলোর
সাথে..
এখনতো অনেকেই আমাকে ভালোবাসতে চায়..আমার কষ্টগুলো মুছে দিতে চায়..একসময়
আমি তোমার ভালোবাসা পাওয়ার পিছনে ছুটেছি..তখনতো কারো ভালোবাসা
পাইনি়...তবে আজ
কেন ওরা আমার ভালোবাসা পাওয়ার জন্য আমার পথ চেয়েবসে আছে..আমি কারো
ভালোবাসা চাই না..
আমার মনে কোনো ভালোবাসা নেই..সব ভালোবাসা মরে গেছে আর কখনো আমার মনে এই
ভালোবাসা জেগে উঠবে না..তোমাদের বলছি ... আমি তোমাদের ভালোবাসার যোগ্য
নই..আমাকে ভালোবেসো না .

যদি কোন বৃষ্টি ভেজা রাতে...

যদি কোন বৃষ্টি ভেজা রাতে,
তোমার চোখে ঘুম না আসে,
জানালার পাশে তুমি এসে দাঁড়িও।

ভুল করে যদি আমার কথা
মনে পরে যায়,
গ্রিলের ওপাশে দুটি হাত বাড়িয়ে দিও।

আমি বৃষ্টির ফোঁটা হয়ে তোমায় ছুঁয়ে দেবো,
তোমার মনে জমে থাকা সকল কষ্ট ধুয়ে দেবো।

ঝিরিঝিরি হিমেল বাতাস হয়ে ছুঁয়ে দেবো
তোমার কোমল নরম মুখটি।

নাহয় দমকা বাতাস হয়ে
ছুঁয়ে যাবো তোমার চুল।

বুঝে নিও তুমি
সেটি বৃষ্টি ছিলনা
ছিলাম আমি,

আমি কাঁদছিলাম
আমার সেই কান্নার জল গুলো
বৃষ্টি হয়ে ঝরে পড়ছে
তোমায় একটু ছোঁবে বলে।

~~~ নিল অরণ্য ~~~

Friday, March 8, 2013

হয়ত তুমি আমাকে ভুলে যেতে পারবে, কিন্তু

তুমি চলে যেতে পারবে
কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা,
স্মৃতিগুলোকে নিয়ে যেতে পারবেনা।

হয়ত তুমি আমাকে ভুলে যেতে পারবে, কিন্তু আমার ভালবাসাকে ভুলতে পারবেনা

প্রতিটি মুহুর্তে -- তোমাকে স্মরন
করিয়ে দিবে,
নিরবে চোখের জল ফেলতে হবে:'(
আমার এই নিঃস্বার্থ ভালবাসার জন্যে .... :( :( :'(

আমি যদি এই পৃথিবী ছেড়ে চলে যাই...

আমি যদি এই পৃথিবী ছেড়ে চলে যাই, তুমি হয়তো সেদিন আমাকে ভুলে যাবে।
কিন্তু ঐ আকাশের তারা গুলো আমাকে মনে রাখবে। কারণ,তারা গুলো আমার বন্ধু।
ঐ তারা গুলো দেখেছে আমার চোখের জল, আমার বুকের আর্তনাদ। তুমি হৃদয় দিয়ে
প্রশ্ন করো তারা গুলোকে, তারা গুলো বলবে, 'আমি তোমাকে কতটুকু ভালবাসতাম'।

Wednesday, March 6, 2013

পৃথিবীতে কিছু কিছু মানুষ...

পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাবার জন্যই জন্মায়। টাকা পয়সার
কষ্ট নয় - মানসিক কষ্ট :(

------হুমায়ূন আহমেদ —

তাকেই বিশ্বাস করুন..

তাকেই বিশ্বাস করুন..
যে কিনা আপনার হাঁসি দেখে আপনার কষ্ট বুঝে নেয়..

যে কিনা আপনার নিরবতায় কান পেতে আপনার কথা গুলো শুনতে পায়..

এবং যে আপনার রাগ অভিমান দেখে আপনার ভালোবাসাকে বুঝতে পারে..

কারন..

নিঃসন্দেহে সে সত্যিই আপনার..♥

তুমি যেমন আছো তেমনই থাকার চেষ্টা করো

কেউ তোমাকে পছন্দ করবে এই আশায় নিজেকে পরিবর্তন করে ফেলো না। তুমি যেমন
আছো তেমনই থাকার চেষ্টা করো, যে তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসবে সে
সত্যিকারের তোমাকেই ভালবাসবে...

একজনের ভালবাসায় হয় না......

ভালবাসা-বাসির ব্যাপারটা হাততালির মতো। দুটা হাত লাগে। এক হাতে তালি বাজে না।
অর্থাৎ একজনের ভালবাসায় হয় না......

-----হুমায়ুন আহমেদ

Monday, March 4, 2013

আজ হয়তো আজ তুমি আসবে....

প্রতিটা রাতের শেষে একটা সকাল আসে আমি ভাবি,
আজ হয়তো আজ তুমি আসবে....
কিন্তু তুমি আসনা, হয়তো কোনদিনও আসবে না....

তবুও প্রতিটি দিনের শুরুতে, আমি তোমার অপেক্ষায় প্রহর গুনবো....

প্রতিটি রাতে আমার আশারা স্বপ্ন বুনবে, কাল তুমি আসবে....

দূরত্ব যদি সত্যি সত্যিই ভালবাসার গভীরতা বাড়িয়ে দেয়, তবে আমি দূরেই থাকতে চাই...

দূরত্ব যদি সত্যি সত্যিই ভালবাসার
গভীরতা বাড়িয়ে দেয়,
তবে আমি দূরেই থাকতে চাই... অনেক অ-নে-ক দূরে...

আপনজনেরা যদি আমাকে আপন ভাবতে কুণ্ঠাবোধ করে -
তবে গোটা পৃথিবীটাকেই
আপন বানিয়ে ফেলবো... কেউ না কেউতো,
কখনো না কখনো স্মরণ করবে...

আজ (৪ মার্চ) পূর্ব দোহাজারী'র হযরত শামসের আউলিয়া (রঃ) এর পবিত্র ওরষ শরীফ।

আজ (৪ মার্চ) পূর্ব দোহাজারী'র হযরত শামসের আউলিয়া (রঃ) এর পবিত্র ওরষ শরীফ।

দেশের প্রখ্যাত আলেম-উলামাদের উপস্থিতিতে সারারাত ব্যাপি চলবে ওয়াজ,
মাহফিল ও দোয়া। সব শেষে হবে তবুরুক (খাবার) বিতরণ। আপনাদের সকলের প্রতি
দাওয়াত রইল।

স্থান : পূর্ব দোহাজারী আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হযরত
শামসের আউলিয়া (রঃ) এর মাজার, দোহাজারী, চন্দনাইশ, চট্টগ্রাম।

Sunday, March 3, 2013

আজ হয়তো তুমি আসবে....

প্রতিটা রাতের শেষে একটা সকাল আসে আমি ভাবি,
আজ হয়তো তুমি আসবে....
কিন্তু তুমি আসনা, হয়তো কোনদিনও আসবে না....

তবুও প্রতিটি দিনের শুরুতে, আমি তোমার অপেক্ষায় প্রহর গুনবো....

প্রতিটি রাতে আমার আশারা স্বপ্ন বুনবে, কাল তুমি আসবে....

Friday, March 1, 2013

কেন আজ তুমি হয়ে গেলে পর

কেন আজ তুমি হয়ে গেলে পর
কিভাবে হলে তুমি এমন স্বার্থপর
তাহলে কি সবই ছিলো তোমার অভিনয়
যে অভিনয়ে ভেঙ্গে দিলে আমারি এই হৃদয় :(

কোনো এক শীতের সকালে

কোনো এক শীতের সকালে,
কুয়াশা মোড়া সূর্যকে প্রশ্ন করেছিলাম--ভালবাসা কী..??

সূর্য বলেছিলো, আমার আলোয় ঝলসে উঠা এক ফোঁটা শিশির বিন্দুই ভালোবাসা। ।

সুন্দর কোনো এক বিকেলে, স্রোতস্বিনী কোনো নদীকে প্রশ্ন করেছিলাম-- স্বপ্ন কী..??

নদী বলেছিলো, সমস্ত বাধা অতিক্রম করে সমুদ্রের পানে ছুটে যাওয়াই স্বপ্ন। ।

নির্ঘুম এক রাতে,
মেঘমুক্ত নির্মল আকাশকে প্রশ্ন করেছিলাম--সুখ কী..??

আকাশ বলেছিলো, আমার বুকে হাজারো তারার ভীড়ে চাঁদের মিষ্টি হাসিটাই সুখ। ।

কোনো এক ব্যাথাভরা সন্ধ্যায়,
আমায় একজন প্রশ্ন করেছিলো--কষ্ট কী...??

আমি বলেছিলাম, হৃদয় উজাড় করে ভালোবেসে;
ভালোবাসার বিনিময়ে অবহেলা পাওয়ার নামই কষ্ট!!

Thursday, February 28, 2013

পরীক্ষা কেয়ামত পর্যন্ত চলতে থাকবে!

হাইরে আল্লাহ্‌!
মনে হয় এই Second Term পরীক্ষা কেয়ামত পর্যন্ত চলতে থাকবে!

আর ১টা মাত্র পরীক্ষা ছিল ৬ তারিখ, ওটা ৬ তারিখে হরতালের কারণে হয়নি।
নোটিস দিয়েছে ২৫ তারিখ হবে।

২৫ তারিখ সকালে শুনছি পরীক্ষা হবেনা। শুনে মাথাটা বিগ্‌ড়ে গেল। পরবর্তী
নোটিসে দিয়েছে ওটা ২৮ তারিখ হবে।

এবার ২৮ তারিখ এসে দেখা দিল হরতালের চাঁদ!

।।।।জয় বাঙালি।।।।

Wednesday, February 27, 2013

অবুঝ

কখনও কখনও মনের কথাগুলোকে ঠিক ভাবে প্রকাশ করা হয়ে উঠে না,
মনের মানুষ,
যার সবচেয়ে বেশি বুঝা উচিত, সেই যদি হয় অবুঝ, তবে তো নামবেই নীরবতা....

নীরবতা

আজ আমি কিছু বলব না,
নীরবতা...
শুধুই নীরবতা...
বুঝবে কি তুমি আমার নীরবতার ভাষা??

আমার একটা নির্ঘুম রাত

আমার একটা নির্ঘুম রাত ,
তোমার হাতে তুলে দিলেই বুজতে তুমি
কষ্ট কাকে বলে____________ ­

আমার দীর্ঘ শ্বাসের একটা স্রুতে ,
তোমার সুখের তরী ভাসালেই বুজতেই তুমি কষ্ট কাকে বলে___________

ভালোবাসা নিয়ে যারা খেলা করে তারাই ভালোবাসা পায়।

ভালোবাসা নিয়ে যারা খেলা করে তারাই ভালোবাসা পায়।
যারা মন থেকে চায় তাদের কাছে ভালোবাসা ধরা দেয় না। কখনোই না।

Friday, February 22, 2013

২০১৩ সালের আলিম পরীক্ষার রুটিন।

২০১৩ সালের আলিম পরীক্ষার রুটিন। (Routine of Alim Examination 2013)

২০১৩ সালের আলিম পরীক্ষার রুটিন। (Routine of Alim Examination 2013)

Thursday, February 21, 2013

আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

"আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি"

আজ একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে
ভাষার জন্য প্রাণ দিয়েছিল বাংলার দামাল ছেলেরা। তাঁদের প্রতি রইল আমার
বিনম্র শ্রদ্ধা আর সালাম। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি
আমাদের মাতৃভাষা বাংলাকে।

আমরা বাঙ্গালি। বাঙ্গালিই একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে।
একুশে ফেব্রুয়ারি আমাদের একটি গৌরবজ্জল দিন। সারা বিশ্বে এই দিনকে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়।

আমি ৫২র ভাষা আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফেরাত এবং শান্তি কামনা করছি।

সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা!

Tuesday, February 19, 2013

দোহাজারী'তে চলছে ডাকাতের তাণ্ডব। ঘুমোতে পারছেনা মানুষ।

দেশে যে হারে চুরি ডাকাতি বেড়ে চলছে, এখন তো নিজের প্রাণ নিয়েও ভয় হয়।
আমার সম্পদের বিনিময়ে যদি আবার আমাকে.....??? মানুষের জিবন তো তাদের কাছে
মুল্যহীন।

কিছুদিন আগে সকালে আমার বাসায় ঢুকে নিয়ে গেল আমার ২টি মোবাইল এবং ভাইয়ার
মানিব্যাগ। সিটি এলাকা, জিনিস একবার চোরের হাতে গেলে সেটা আর ফিরে পাওয়ার
আশা থাকেনা। তাই সেটা নিয়ে আর তেমন চিন্তা করিনি। হাওয়া হয়ে গেল আমার
মোবাইল আর মানিব্যাগ।

বাড়িতে আসলাম কয়েকদিন আগে। রাত (২.৩০টা) দেখি ডাকাতের দল এসে ঘিরে ফেলল
আমাদের বাড়ি। আমার চাচার বাড়িতে ঢুকার অনেক চেষ্টা করল। কিন্তু পারল না।
তারপর আমাদের বাড়িতে ঢুকার প্রক্রিয়া চালানোর সময় আমরা তাদের উপস্থিতি
টের পেলাম। সবার টের পাওয়ার ব্যাপারটা ডাকাত দল বুঝতে পেরে পরবর্তী দ্রুত
পলায়ন করে।

সম্প্রতি পূর্ব দোহাজারীতে চুরি-ডাকাতি ক্রমশয় বেড়ে চলছে। আমাদের বাড়িতে
আসার ঠিক ২দিন পর আমাদের পাশের আরেকটি বাড়িতেও আসলো ডাকাত। কিন্তু বাড়ির
লোকজন তা বুঝতে পারে এবং সাথে সাথে আশে-পাশের এলাকাবাসীদের ফোন করে
জানিয়ে দেওয়ায় লোকজন সজাগ হয়ে যায়। তারপর ডাকাতরা পালায়। গত পরশু
জামিরজুরীর (হিন্দু পাড়ায়) একজনের বাড়িতে ঢুকে স্বর্ণ-টাকা সহ অনেক
জিনিষপত্র লুটপাট করে। শুধু তাই নয়, তাদের পরিবারের একজনকে (দা
দিয়ে)কুপিয়ে প্রচণ্ড রকম আঘাত করে। শুনেছি বর্তমান হাসপাতালে চিকিৎসা রত
অবস্থায় আছেন তিনি। এর আগেও দোহাজারীর অনেক জায়গায় ডাকাতির খবর শুনেছি।

মানুষের নৈতিকতা এখন কোথায়?? কেন দেশে চুরি-ডাকাতি, খুন, সন্ত্রাসী,
চাঁদাবাজি, ধর্ষণসহ নানা অপরাধ্মুলক কর্মকাণ্ড বেড়ে চলছে?? কোথায় মানুষের
সামাজিক মূল্যবোধ?? নিজের সাময়িক সুখের জন্য অন্যের একটি জিবন প্রদীপ
নিভিয়ে দিতে আমাদের বিবেক এতটুকুও কি বাধা দেই না?? পরকালের ভয় কি আমাদের
মনে একটুও নাড়া দেই না??

নিজের বাড়িতেও যদি মানুষের নিরাপত্তা না থাকে তাহলে মানুষের নিরাপত্তার
স্থান কোথায়??

দোহাজারীর মানুষ এখন ডাকাতের জন্য শান্তিতে ঘুমাতে পারছে না।




--- তারেক (অ্যাডমিন) ।

[বি: দ্র: এই পোস্টটি গত ১৫ ফেব্রুয়ারিতে লেখা হয়েছিল]

Thursday, January 24, 2013

তুমি হয়তো আমাকে ভুলে যেতে পারবে সহজেই

তুমি হয়তো আমাকে ভুলে যেতে পারবে সহজেই,
কেননা কখনোই তুমি ভালোবাসো নি আমাকে ।।

হয়তো সহজেই তোমার মন থেকে আমাকে সরিয়ে দিতে পারবে ।।

কিন্তু তোমার সাথে আমার সেই স্মৃতিগুলো কখনোই মুছে দিতে পারবে না ।।

Thursday, January 17, 2013

তোমার কাছে থেকে আমি হাসতে শিখেছি

তোমার কাছে থেকে আমি হাসতে শিখেছি, তোমার কাছে থেকে আমি কাঁদতে শিখেছি
কিন্তু এটা আমার ব্যার্থতা যে তোমার মত আমি চিরবিদায় বলতে শিখিনি...

Tuesday, January 15, 2013

ভাবনার উঠোন জুড়ে তোমারী লুকোচুরি

ভাবনার উঠোন জুড়ে তোমারী লুকোচুরি
মনেরী তেপান্তরে তুমি যে উড়াও ঘুড়ি
ও হৃদয় আকাশের পরী
কেন দূরে দূরে থাক
তুমি কাছে এসোনা একটু ছুঁয়ে দেখি।

মনে পড়ে সেই হারানো অক্লান্ত দিনগুলো

মনে পড়ে সেই হারানো অক্লান্ত দিনগুলো,
খুঁজে ফিরি আজও সেই
সময় যা আমার একার ছিল,
স্বপ্নগুলো আমায় দিয়ে একাকী করে গেলে,
আজ তুমি অচেনা শুধু শূণ্যতা,
ফেরারী অসীমতায় বেঁচে থাকা...

সেদিন তুমি আমি

একদিন দেখা হবে জীবনের পথে,
হঠাৎ করেই থমকে যাবে পথচলা,
অপলক চাহনি রবে শান্ত সুস্থির,
কোন অভিমান নেই শুধু চেয়ে থাকা।
সময় পিছিয়ে যাবে এক নিমিষেই,
অস্পষ্ট স্মৃতিতে কিছু একান্ত সময়,
মোচড় দিয়ে উঠবে একটা ক্ষীণ কষ্ট,
কিছু অপূর্ণ চাওয়া,
কিছু হাহাকার।

নীরবতা ভেঙ্গে বলা " কেমন আছ?", "ভালো আছি" বলে চাপা আর্তনাদ, স্বল...

ভিড়ের মাঝে আজো আমি একা...

আজ অনেক দিন হলো তুমি আমাকে ছেড়ে চলে গেছ।
কিন্তূ, কি অদ্ভুত।
আজো তোমাকে আমি এত ভালোবাসি।
আজো প্রতিটি রাতে বালিশে মুখ লুকিয়ে কাঁদি।
কেউ দেখেনা আমার সেই কান্না।
তোমার রেখে যাওয়া স্মৃতি গুলো আজ আমায় বড় বেশি কাঁদায়।
আজ আর কাউকে বিশ্বাস করতে পারিনা
ভিড়ের মাঝে আজো আমি একা।

Monday, January 14, 2013

তুমি না বৃষ্টি ভালবাসতে??

তুমি না বৃষ্টি ভালবাসতে??
আজ আমার চোখে অনেক জল,
যা দিয়ে তোমায় বৃষ্টির
মত ভিজিয়ে দেওয়া যাবে।
আমি চাইনা, তবুও তোমাকে একদিন ভিজতে হবে এই নোনা বৃষ্টি তে~~

এই মন আমার শুধু কেঁদে কেঁদে হায়

এই মন আমার শুধু কেঁদে কেঁদে হায়,
কোনো একা আকাশের তারা হয়ে রয়...
অনেক জ্বলেছি আমি একা অতীত ভুলে যায়,
তবু কেন তোমার কথা মনে পড়ে যায়?

Sunday, January 13, 2013

কতদিন কেটে গেল তোমায় না দেখে..

কতদিন কেটে গেল তোমায় না দেখে...
কত রাত পার হলো তোমায় পাশে না পেয়ে...
মাঝে মাঝে মনে হয় জদি দেখাতে পারতাম,
কত ভালবাসি তোমাকে...

Friday, January 11, 2013

সত্যি তুমি কি আসবে???

সন্ধ্যা নামে, পাখিরা নীড়ে ফিরে
থেমে যায় জীবনের কলরব।
আঁধার চাদরে ঝরায় আমার স্বপ্নরা।
সত্যি তুমি কি আসবে???

ক্লান্ত কোনো বিকেলের শেষে

ক্লান্ত কোনো বিকেলের শেষে
বিষণ্ণ সন্ধ্যায়
নিজের অজান্তে কোনো ভাবনায়
যদি মনে পড়ে যায় আমায়
এসে দেখ সেই পুরোনো ঠিকানায়
আজো বসে আছি
আমি তোমার অপেক্ষায়...

Thursday, January 10, 2013

একতরফা ভালবাসা

আমি দূর থেকে ভালোবেসে যাবো,
যদি তুমি কাছে না আসো ।।
মনে মনে কথা বলে যাবো,
যদি তুমি পাশে না বসো ।।
তোমার চোখের কাজল হয়ে যাবো,
যদি চোখে চোখ না রাখো ।।
বৃষ্টি হয়ে তোমায় ছুঁয়ে যাবো,
যদি হাতে হাত না রাখো ।।
স্মৃতি হয়ে নাড়া দিয়ে যাবো,
যদি তুমি আমাই না ভাব ।।
তোমার অনেক দুরে ছলে যাবো,
যদি আমায় ভেবে কবিতা না লেখ ।।

উদাস কেন ও মন তোমার??

উদাস কেন ও মন তোমার কথা বলোনা,
থাকছ কেন এমন একা সাথে চলোনা।
আমার চোখে তাকিয়ে আজো কেন হাসোনা, দুঃখ গুলো ভুলিয়ে কেন ভালবাসনা...


ভুল করোনা কাছে এসো, মুখ লুকিয়ে একটু হেসো,
হৃদয় তুমি আমার কথা ভাবছ জানোনা, হৃদয় তুমি আমার কথা ভাবছ জানোনা...


আমার চোখে তাকিয়ে আজো কেন হাসো না, দুঃখ গুলো ভুলিয়ে কেন ভালবাসনা...


মেঘ হয়োনা এথায় থাকো, চুলের কাছে আকাশ রাখো,
মেঘ হয়োনা এথায় থাকো, চুলের কাছে আকাশ রাখো।
দু'চোখে যে আমার ছবি আঁকছ জানো না, দু'চোখে যে আমার ছবি আঁকছ জানো না...


আমার চোখে তাকিয়ে আজো কেন হাসোনা, দুঃখ গুলো ভুলিয়ে কেন ভালবাসনা।

Wednesday, January 9, 2013

যদি কোন দিন হারিয়ে যাই...

যদি কোন দিন হারিয়ে যাই...
খুজবে কি তুমি আমায়??
যদি খুব বেশি মনে পরে আমায়...
বৃষ্টিতে একটু ভিজে নিও...
আমি ছুয়ে যাবো তোমায়...

Tuesday, January 8, 2013

তুমিও আমাকে এক দিন ভালবাসবে

তুমিও আমাকে এক দিন ভালবাসবে যেভাবে তোমাকে আমি ভালবাসতাম ।

তুমিও আমাকে চাইবে যেভাবে আমি চাইতাম ।

তুমিও আমার জন্যে কাদঁবে যেভাবে আমি কাদঁতাম ।

কিন্তু আফসোস যে দিন তুমি চাইবে আমায় সেদিন পাবে না । :'( :'( :'(

আমার কিছু কষ্ট কি তুই নিবি??

আমার কিছু কষ্ট কি তুই নিবি??
তোর কিছু সুখ চুপিসারে
আমায় কি দিবি??
আমার জন্য ভেবে কি তুই একটু উদাস হবি??
চোখের ভেতর দিবি কি এঁকে অনুরাগের ছবি??

কষ্ট ছাড়া কেউ অশ্রু ঝরাতে পারে না

কষ্ট ছাড়া কেউ অশ্রু ঝরাতে পারে না,,,
ভালবাসা ছাড়া কোন সম্পর্ক হয় না.…
কাউকে কাঁদিয়ে জীবনের স্বপ্ন সাজানো যায় না,,,
আর বিশ্বাস ছাড়া সম্পর্ক টিকিয়ে রাখা যায় না..…!!

Sunday, January 6, 2013

অন্ধকার ঘরে, কাগজের টুকরো ছিঁড়ে

অন্ধকার ঘরে, কাগজের টুকরো ছিঁড়ে
কেটে যায় আমার সময়
তুমি গেছো চলে
যাওনি বিস্মৃতির অতলে
যেমন শুকনো ফুল বইয়ের মাঝে রয়ে যায়
রেখেছিলাম তোমায় আমার হৃদয় গভীরে
তবু চলে গেলে এই সাজানো বাগান ছেড়ে
আমি রয়েছি তোমার অপেক্ষায়…

Friday, January 4, 2013

মাঝে মাঝে তোমাকে বুঝিনা কেন...??

মাঝে মাঝে তোমাকে বুঝিনা কেন...??
তোমায় ঘিরে যে কত বেদনা.....
এসো না তুমি আঁধার ভুলে আলোতে.....
জড়িয়ে নিবো মায়ার চাদরে.....

Tuesday, January 1, 2013

জামিরজুরী সুন্নীয়া ফাজিল মাদ্রাসা, চন্দনাইশ, চট্টগ্রাম।

গত পরশু দুপুর ২.৩০টার দিকে বিজিসি ট্রাস্ট'এ গিয়েছিলাম, আমার চাচাত
বোনের ৬ষ্ট শ্রেণীর ভর্তি পরীক্ষার ফলাফল দেখার জন্য। গাড়ি থেকে নামতেই
দেখি আমাদের মাদ্রাসার শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ আবুল বসর স্যার কে, আমার
একটু দুরে তিনি একটা লোকের সাথে কথা বলছেন। আমি আমার গাড়ি ভাড়া দিয়ে
স্যার এর দিকে তাকিয়ে দেখি তিনি রাস্তা পার হয়ে বিজিসি ট্রাস্টের গেইটে
ডুকছেন। অবশ্য, আমাকে খেয়াল করেন নি। দেখছি তিনিও স্কুলের দিকে যাচ্ছেন।
আমিও উনার পিছু পিছু গেলাম। স্কুলের বাইরের দেয়ালে ফলাফল দেওয়া হয়েছে।
১০-১৫জন মানুষের ভিড়ে উনি সামনে গিয়ে ফলাফল দেখছেন। আমি ভিড়ের মধ্যে
ডুকিনি। তিনি ফলাফল দেখে পেছনে চলে আসার সময় আমি উনার পায়ে ধরে সালাম
করলাম।
আমি বললাম স্যার কেমন আছেন??
স্যার - "ভাল"
উনি আমার গায়ে একটা হাত রাখলেন এবং মৃদু হাসছেন। প্রথমে আমাকে চিন্তে
পারেন নি। পরে ভাল ভাবে খেয়াল করার পর আমাকে চিন্তে পারল যে আমি
জামিরজুরী মাদ্রাসার ছাত্র। তখন থেকেই সারের ভাব শুরু...
বললাম - স্যার কেমন আছেন?
স্যার - "ভাল"
আমি - স্যার আমাকে চিন্তে পারছেন?
স্যার - "হ্যা, তুমি এখন কোথায় পড়?"
আমি - স্যার মহসিন কলেজে। স্যার, রেজাল্ট দেখার জন্য আসছেন স্যার?
স্যার - "হ্যা, আমার এক বন্ধুর ছেলের রেজাল্ট দেখার জন্য আসলাম।

এতটুকু। তারপর উনি ২-৩ হাত দুরে একটা মানুষের সাথে কথা বলার জো ধরে আমার
পাশ থেকে চলে গেলেন! আমার সামনে থেকে এভাবে চলে যাওয়ার সময় আমাকে একটু
বললও না যে তিনি চলে যাচ্ছেন! অনেকদিন পর সারের সাথে দেখা হলো। অনেক
আগ্রহ নিয়ে সারের সাথে কথা বলার চেষ্টা করলাম। কিন্তু স্যার, আপনি আমার
সেই আগ্রহটাকে এভাবে উড়িয়ে দিলেন?? একটা মানুষ আরেকটা মানুষের সাথে
কথোপকথন শেষে চলে যাওয়ার সময় অন্তত "আমি এখন যাই" এই কথাটা বলে। কিন্তু,
আপনি আমাকে এই কথাটা বলারও প্রয়োজন বোধ করলেন না?? কিসের এত পার্ট আপনার
কাছে?? জামিরজুরী মাদ্রাসার ছাত্র বললেই কি আপনার কাছে গরু-ছাগল মনে হয়??
কোনোদিন তো জামিরজুরী মাদ্রাসার বদনাম ছাড়া সুনাম করলেন না (অন্তত আমি
শুনি নাই). যে মাদ্রাসার আয় দিয়ে আপনি আপনার পরিবার চালান, যে মাদ্রাসার
শিক্ষক হিসেবে আপনি আপনার পরিচয় দেন সেই মাদ্রাসার ছাত্রদের দেখলে আপনার
এত পার্ট এসে যায়?? আমি তো চাইলে আপনার সাথে কথা না বলে আপনাকে এড়িয়ে
যেতে পারতেম। কিন্তু, আমি তা করিনি। তাই বলে, আমি যে কৌতূহল নিয়ে আপনার
সাথে আপনার সাথে কথা বলতে চাইলাম এটাই কি আমার দোষ??

হয়ত মাদ্রাসায় থাকা কালিন সময়ে আপনার কাছে আমি বিশেষ কেউ ছিলাম না।
কোনোদিন হয়ত আপনার উপকার করতে পারিনি। অপকারও করি। সবার মত আমিও আপনার
কাছে সাধারন একজন ছাত্র ছিলাম। কিন্তু, একজন শিক্ষক হিসেবে আপনি আমার
সাথে যে আচরণটা করলেন এতে সত্যিই আমি কষ্ট পেলাম স্যার :-(

আজ ২০১২ এর শেষ দিন। ২০১২টা আমার জীবনের উল্লেখযোগ্য একটা বছর। আমি যতদিন
বেছে থাকব ততদিন ২০১২টা একটা বিশেষ বছর হিসেবে আমার জীবনে স্বরণীয় হয়ে
থাকবে। স্বরণ রাখার মত অনেক কিছুই হয়েছে এই বছরটিতে।

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা! আশা করি ২০১৩ টা সবার ভাল কাটবে। সুখ,
শান্তি আর আনন্দে কাটুক বছরটি। দুঃখের স্মৃতি বিজড়িত যেন না হয় কারো
জীবনে এই প্রার্থনাই আল্লাহর কাছে করি।